আকাশ বিনোদন ডেস্ক:
সিনে দুনিয়াতে ছবির সাফল্য অনেকটাই নির্ভর করে প্রচার-প্রচারণায়। শাহরুখ থেকে সালমান, আমিরের মতো প্রথম সারির অভিনেতারাও কিন্তু জোর দেন ছবির প্রচারে। কিন্তু এই প্রচার পর্ব থেকেই এবার সরে এসেছে বিতর্কিত ছবি পদ্মাবত।
সম্প্রতি পরিচালক সঞ্জয় লীলা বনসালী এবং ছবিটি প্রযোজনা সংস্থা এমনটাই সিদ্ধান্ত নিতে চলেছে বলে বি টাউন সূত্রের খবর। ছবিটি মুক্তি পাবে চলতি মাসের ২৫ তারিখ। রণবীর সিং, দীপিকা পাডুকোন, শাহিদ কাপুর অভিনীত এই ছবিটি নিয়ে বিশেষ কোনও প্রচার হবে না। তিন তারকাকে দেখাও যাবে না কোন প্রোমোশনে।
যাতে কোনওরকম ফের বিতর্কের সৃষ্টি না এই সিনেমাটি ঘিরে তাই এই প্রচার পর্ব এড়িয়ে যাওয়া হচ্ছে বলে চলচ্চিত্র বিশ্লেষকদের ধারনা। পাশাপাশি ছবির কলাকুশলীদেরও যাতে কোন সমস্যায় পড়তে না হয় তার জন্যই এই সিদ্ধান্ত। তবে তিন তারকাই তাঁদের অন্য কাজ নিয়ে সে সময় ব্যস্ত থাকবেন বলে জানা গিয়েছে।
যদিও সমালোচকদের মতে ছবিটি যেরকম বিতর্কে সৃষ্টি হয়ছিল দেশ জুড়ে। তাতে কোন প্রোমোশনের আদৌ প্রয়োজন আছে কি? তবে ছবির ভাগ্যে কি রয়েছে তা জানা যাবে আগামী ২৫ জানুয়ারি।
আকাশ নিউজ ডেস্ক 
























