ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রে ৮ যাত্রী নিয়ে বোম্বার্ডিয়ার জেট বিধ্বস্ত শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী নির্বাচন হবে মানুষের জীবন ও ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন : সালাহউদ্দিন ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্বমিত্র চাকমার চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার

অসাংবিধানিক সরকার নিয়ে আসার ষড়যন্ত্র করছে বিএনপি: সরকারি দল

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য বলেছেন, বিএনপি দেশে আবার অস্বাভাবিক অবস্থা তৈরি করে দেশে অসাংবিধানিক সরকার নিয়ে আসার ষড়যন্ত্র করছে। তারা বলেন, দেশের জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।

গত মঙ্গলবার চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন।

গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে সরকারি দলের আবদুল মান্নান আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের কারণে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এখন খাদ্যের সঙ্গে পুষ্টিমানের বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে দেশে দারিদ্র্যের হার লক্ষ্যণীয়ভাবে কমে এসেছে। আর বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তারা বলেন, শুধু খাদ্যে নয়, দেশ আজ বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, স্যানিটেশন, ডিজিটালাইজেশনসহ সব ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আর এ জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।

এর বাইরে সংবিধানে আর কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে অংশ গ্রহণ সম্পর্কে বিএনপির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। আসলে তারা আগামী নির্বাচনে হেরে যাবার বিষয়টি নিশ্চিত হয়ে এখন এসব কথা বলছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বগুড়ায় স্বামীকে খুঁজে পেতে পুরস্কার ঘোষণা করলেন স্ত্রী

অসাংবিধানিক সরকার নিয়ে আসার ষড়যন্ত্র করছে বিএনপি: সরকারি দল

আপডেট সময় ১০:২৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

রাষ্ট্রপতির ভাষণের জন্য আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য বলেছেন, বিএনপি দেশে আবার অস্বাভাবিক অবস্থা তৈরি করে দেশে অসাংবিধানিক সরকার নিয়ে আসার ষড়যন্ত্র করছে। তারা বলেন, দেশের জনগণ সব ষড়যন্ত্র নস্যাৎ করে আবারো নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসবে।

গত মঙ্গলবার চিফ হুইপ আ স ম ফিরোজ রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ মো. শাহাব উদ্দিন তা সমর্থন করেন।

গত ৭ জানুয়ারি দশম জাতীয় সংসদের ১৯তম ও বছরের প্রথম অধিবেশনের শুরুর দিন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে ভাষণ দেন। রাষ্ট্রপতির ভাষণে আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আজ বৃহস্পতিবার তৃতীয় দিনে সরকারি দলের আবদুল মান্নান আলোচনায় অংশ নেন।

আলোচনায় অংশ নিয়ে সরকারি দলের সদস্য বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র আছে বলেই উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার দূরদর্শী ও গতিশীল নেতৃত্বের কারণে খাদ্য ঘাটতির বাংলাদেশ আজ খাদ্য উদ্বৃত্তের দেশে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এখন খাদ্যের সঙ্গে পুষ্টিমানের বিষয়েও গুরুত্ব দেয়া হচ্ছে। এ কারণে দেশে দারিদ্র্যের হার লক্ষ্যণীয়ভাবে কমে এসেছে। আর বাংলাদেশ এখন নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।

তারা বলেন, শুধু খাদ্যে নয়, দেশ আজ বিদ্যুৎ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ অবকাঠামো, স্যানিটেশন, ডিজিটালাইজেশনসহ সব ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। আর এ জন্য বাংলাদেশ বর্তমানে বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী একাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত হবে।

এর বাইরে সংবিধানে আর কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে অংশ গ্রহণ সম্পর্কে বিএনপির বক্তব্যের তীব্র সমালোচনা করেন। আসলে তারা আগামী নির্বাচনে হেরে যাবার বিষয়টি নিশ্চিত হয়ে এখন এসব কথা বলছেন।