অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে যে মিথ্যাচার করেছেন তা রাষ্ট্রদ্রোহিতার শামিল। এ জন্য আদালতে তার বিরুদ্ধে মানহানির মামলা হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রীর এ বক্তব্য রাজনৈতিক বিভেদ সৃষ্টি করবে।
খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা করছে সরকার। আগামী জাতীয় নির্বাচন কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনকে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
আকাশ নিউজ ডেস্ক 



















