আকাশ জাতীয় ডেস্ক :
ঢাকা–১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি বলেছেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে। টাকার অভাবে কেউ চিকিৎসা থেকে বঞ্চিত থাকবে না।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে ৯ নম্বর ওয়ার্ডের গাবতলি সিটি কলোনিতে ‘মায়ের ডাক’র উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সকাল থেকেই শত শত রোগীর উপস্থিতিতে মেডিক্যাল ক্যাম্প প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। নারী, শিশু ও বয়স্কদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়। ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়।
তুলি বলেন, বিশেষ করে শিশু ও মায়েদের জন্য কার্যকর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা পরিকল্পিত পদক্ষেপ নেব। সাধারণ মানুষ যেন চিকিৎসা নিয়ে দুশ্চিন্তামুক্ত থাকতে পারে—এটাই আমাদের অঙ্গীকার।
নির্বাচনী প্রসঙ্গে ভোটারদের সতর্ক করে তিনি বলেন, রাতের অন্ধকারে কেউ কালো টাকা নিয়ে এলে সেই টাকা নিলেও ভোট দেবেন না। কেউ বিকাশ নম্বর বা ভোটার আইডি কার্ড চাইলে সঙ্গে সঙ্গে পুলিশের কাছে ধরিয়ে দিন। ভয় পাবেন না—আমি সব সময় আপনাদের পাশে আছি, থাকব ইনশাল্লাহ।
আকাশ নিউজ ডেস্ক 


















