ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল দুই হত্যা মামলায় হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা আগামী নির্বাচন হবে মানুষের জীবন ও ভাগ্য বদলে দেওয়ার নির্বাচন : সালাহউদ্দিন চানখারপুলে ৬ হত্যা মামলার রায়ে অসন্তুষ্ট রাষ্ট্রপক্ষ, করা হবে আপিল গণভোট-সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে : ইসি সচিব পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী ঘোষণা শনিবার: ফখরুল

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থীর নাম শনিবার ঘোষণা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সাবেক কমিশনার আব্দুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

বিএনপি নেতা বলেন, ‘আগামী শনিবার দলের স্থায়ী কমিটির মিটিংয়ের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ গত ৪ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ৫ দিন পর ঘোষণা হয়েছে তফসিল যেখানে প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় নির্ধারণ হয়েছে ১৮ জানুয়ারি।

তবে তফসিলের আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী দাবি করে জনসংযোগ চালিয়ে যাচ্ছে গার্মেন্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম। প্রথানমন্ত্রী শেখ হাসিনা কাজ চালিয়ে যেতে বলেছেন বলে দাবি করেছেন আতিকুল। বিএনপি এখানে ২০১৫ সালের এপ্রিলের ভোটের প্রার্থী তাবিথ আউয়ালকেই ধানের শীষ প্রতীক দেবে বলে প্রচার আছে। আবার এখানে জোটের শরিক জামায়াতে ইসলামীও একজনকে প্রার্থী হিসেবে ঠিক করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (সোমবার) রাতে ২০ দলীয় জোটের বৈঠকে জোটের শীর্ষ নেতারা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারপাররসন খালেদা জিয়াকে দিয়েছেন। তারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন যাকে মনোনয়ন দেবেন, জোট তাকেই সমর্থন দেবে।’

এই নির্বাচনে সেনা মোতায়েন চান কি না-এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। ঢাকা উত্তর সিটি নির্বাচনেও সেনা নিয়োগ করা হবে বলে আমরা আশা করছি।’ তিনি ঢাকা উত্তর সিটি নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দবি জানান।

আরেক প্রশ্নে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের আগের বক্তব্যে সঠিক। কারণ ইসি যে পদ্ধতিতে গঠন করা হয়েছে, সেই পদ্ধতি সঠিক ছিল না। আর প্রধান নির্বাচন কমিশন দল নিরপেক্ষ নন। তবে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মাধ্যমে বুঝতে পারব, জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা কী হবে।’

‘আমরা আশা করছি, নির্বাচন কমিশন ঢাকা উত্তরের নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করবেন এবং যে আইনগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করবেন। সম্পূর্ণ দল নিরপেক্ষ একটি নির্বাচন করার ব্যবস্থা করবেন।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনা পালিয়ে আমাদের বিপদে ফেলে গেছেন,তিনি থাকলে অন্তত একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলত: মির্জা ফখরুল

ঢাকা উত্তরে বিএনপির প্রার্থী ঘোষণা শনিবার: ফখরুল

আপডেট সময় ১১:৪৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে বিএনপির প্রার্থীর নাম শনিবার ঘোষণা হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিকালে নয়াপল্টন দলীয় কার্যালয়ের সামনে সাবেক কমিশনার আব্দুল মজিদের জানাজা শেষে সাংবাদিকদের এ কথা জানান ফখরুল।

বিএনপি নেতা বলেন, ‘আগামী শনিবার দলের স্থায়ী কমিটির মিটিংয়ের পর ঢাকা উত্তর সিটি করপোরেশন উপ-নির্বাচনে মেয়র পদে জোটের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে ২৬ ফেব্রুয়ারি ভোটের তারিখ গত ৪ জানুয়ারি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তবে ৫ দিন পর ঘোষণা হয়েছে তফসিল যেখানে প্রার্থিতা জমা দেয়ার শেষ সময় নির্ধারণ হয়েছে ১৮ জানুয়ারি।

তবে তফসিলের আগে থেকেই আওয়ামী লীগের প্রার্থী দাবি করে জনসংযোগ চালিয়ে যাচ্ছে গার্মেন্ট ব্যবসায়ী আতিকুল ইসলাম। প্রথানমন্ত্রী শেখ হাসিনা কাজ চালিয়ে যেতে বলেছেন বলে দাবি করেছেন আতিকুল। বিএনপি এখানে ২০১৫ সালের এপ্রিলের ভোটের প্রার্থী তাবিথ আউয়ালকেই ধানের শীষ প্রতীক দেবে বলে প্রচার আছে। আবার এখানে জোটের শরিক জামায়াতে ইসলামীও একজনকে প্রার্থী হিসেবে ঠিক করেছে।

মির্জা ফখরুল বলেন, ‘গতকাল (সোমবার) রাতে ২০ দলীয় জোটের বৈঠকে জোটের শীর্ষ নেতারা ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থী বাছাইয়ের দায়িত্ব বিএনপি চেয়ারপাররসন খালেদা জিয়াকে দিয়েছেন। তারা বলেছেন, বিএনপি চেয়ারপারসন যাকে মনোনয়ন দেবেন, জোট তাকেই সমর্থন দেবে।’

এই নির্বাচনে সেনা মোতায়েন চান কি না-এমন প্রশ্নে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছি। ঢাকা উত্তর সিটি নির্বাচনেও সেনা নিয়োগ করা হবে বলে আমরা আশা করছি।’ তিনি ঢাকা উত্তর সিটি নির্বাচনের সাত দিন আগে সেনা মোতায়েনের দবি জানান।

আরেক প্রশ্নে ফখরুল বলেন, ‘নির্বাচন কমিশনের বিষয়ে আমাদের আগের বক্তব্যে সঠিক। কারণ ইসি যে পদ্ধতিতে গঠন করা হয়েছে, সেই পদ্ধতি সঠিক ছিল না। আর প্রধান নির্বাচন কমিশন দল নিরপেক্ষ নন। তবে উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মাধ্যমে বুঝতে পারব, জাতীয় নির্বাচনে ইসির ভূমিকা কী হবে।’

‘আমরা আশা করছি, নির্বাচন কমিশন ঢাকা উত্তরের নির্বাচন সুষ্ঠু করার চেষ্টা করবেন এবং যে আইনগুলো রয়েছে সেগুলো প্রয়োগ করবেন। সম্পূর্ণ দল নিরপেক্ষ একটি নির্বাচন করার ব্যবস্থা করবেন।’