অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরের টঙ্গী রেলক্রসিংয়ে ট্রেনের নিচে কাটা পড়ে প্রায় ৩৩ বছর বয়সী এক যুবক মারা গেছেন। নিহতের নাম পরিচয় জানাতে পারেনি রেলওয়ে পুলিশ।
টঙ্গী রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির এসআই মো. আরব আলী জানান, শনিবার ভোরে টঙ্গী রেল ক্রসিং এলাকায় ট্রেনে কাটা পড়েন ওই যুবক। এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
টঙ্গী সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিরা বেগম জানান, ওই যুবকের মাথায় জখম এবং মুখ দিয়ে রক্ত বের হওয়ার চিহ্ন রয়েছে। নিহতের পরনে সোয়েটার ও লুঙ্গি ছিল।
আকাশ নিউজ ডেস্ক 























