ঢাকা ০২:২৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

বিএনপিকে ডিএমপির চায়ের আমন্ত্রণ

অাকাশ জাতীয় ডেস্ক:

দশম সংসদ নির্বাচনের চতুর্থ বছর পূর্তিতে রাজধানীতে সমাবেশের অনুমতি চাওয়ার পেক্ষিতে বিএনপি নেতাদের ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দৈনিক আকাশকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিকালের দিকে তাদেরকে যেতে বলা হয়েছে।

বিএনপি নেতারা জানান, বিকালে তাদেরকে যেতে বলা হয়েছে এবং তারা পুলিশের কাছে যাবেন। ওই বৈঠকেই সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদীও নেতারা। দৈনিক আকাশকে রিজভী বলেন, ‘ডিএমপি থেকে আমাদের চায়ের দাওয়াত দেয়া হয়েছে। আবুল খায়ের ভুঁইয়া, আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী তিনটার দিকে যাবেন।’

বিএনপি এই সমাবেশ করতে চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সেদিন ধর্মভিত্তিক একটি দল সেখানে অনুমতি পেয়েছে। এরপর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায় ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের কাছে।

৫ জানুয়ারিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। তবে ভোটের প্রথম এবং তৃতীয় বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি দলটি। এবারও ৫ জানুয়ারির আগের দিন দুপুর পর্যন্ত সমাবেশের অনুমতি না পেয়ে এর সমালোচনা করেন রিজভী। বলেন, অনুমতি ছাড়াই তারা সমাবেশর ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

তবে বিএনপি আশা করছে, অনুমতি ছাড়া সমাবেশ করতে হবে না। আর এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন রিজভী। ৫ জানুয়ারিতে আওয়ামী লীগ পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেব। আর এই দিনটিকে ঘিরে ২০১৫ ও ২০১৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে উত্তেজনা ছিল, সেটি অবশ্য ২০১৭ সাল থেকে আর দেখা যায়নি। চলতি বছর পরিস্থিতি আরও শান্তিপূর্ণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ, তিনজনের মৃত্যু

বিএনপিকে ডিএমপির চায়ের আমন্ত্রণ

আপডেট সময় ০৩:১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জানুয়ারী ২০১৮

অাকাশ জাতীয় ডেস্ক:

দশম সংসদ নির্বাচনের চতুর্থ বছর পূর্তিতে রাজধানীতে সমাবেশের অনুমতি চাওয়ার পেক্ষিতে বিএনপি নেতাদের ‘চায়ের আমন্ত্রণ’ জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী দৈনিক আকাশকে এ কথা জানিয়েছেন। তিনি জানান, বিকালের দিকে তাদেরকে যেতে বলা হয়েছে।

বিএনপি নেতারা জানান, বিকালে তাদেরকে যেতে বলা হয়েছে এবং তারা পুলিশের কাছে যাবেন। ওই বৈঠকেই সমাবেশের অনুমতি পাওয়ার বিষয়ে আশাবাদীও নেতারা। দৈনিক আকাশকে রিজভী বলেন, ‘ডিএমপি থেকে আমাদের চায়ের দাওয়াত দেয়া হয়েছে। আবুল খায়ের ভুঁইয়া, আব্দুস সালাম ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী তিনটার দিকে যাবেন।’

বিএনপি এই সমাবেশ করতে চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যানে। তবে সেদিন ধর্মভিত্তিক একটি দল সেখানে অনুমতি পেয়েছে। এরপর বিএনপি নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি চায় ঢাকা সিটি করপোরেশন এবং ঢাকা মহানগর পুলিশের কাছে।

৫ জানুয়ারিকে বিএনপি গণতন্ত্র হত্যা দিবস হিসেবে পালন করে। তবে ভোটের প্রথম এবং তৃতীয় বর্ষপূর্তির দিন রাজধানীতে সমাবেশের অনুমতি পায়নি দলটি। এবারও ৫ জানুয়ারির আগের দিন দুপুর পর্যন্ত সমাবেশের অনুমতি না পেয়ে এর সমালোচনা করেন রিজভী। বলেন, অনুমতি ছাড়াই তারা সমাবেশর ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন।

তবে বিএনপি আশা করছে, অনুমতি ছাড়া সমাবেশ করতে হবে না। আর এই কর্মসূচি শান্তিপূর্ণ হবে বলেও সকালে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন রিজভী। ৫ জানুয়ারিতে আওয়ামী লীগ পালন করে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেব। আর এই দিনটিকে ঘিরে ২০১৫ ও ২০১৬ সালে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে যে উত্তেজনা ছিল, সেটি অবশ্য ২০১৭ সাল থেকে আর দেখা যায়নি। চলতি বছর পরিস্থিতি আরও শান্তিপূর্ণ।