অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার বোর্ণিও উপকূলের অদূরে মঙ্গলবার নৌকাডুবিতে এক শিশুসহ অন্তত আট জন প্রাণ হারিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্দোনেশিয়ার একটি ব্যস্ত বন্দরের বাইরে এ দুর্ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন যাত্রী জীবনরক্ষাকারী ভেস্ট ছাড়াই পানিতে লাফিয়ে পড়ে। নৌকাটিতে ৫১ যাত্রী ছিল। অন্যরা নৌকাটিতেই আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপি’র।
তল্লাশী ও উদ্ধারকারী সংস্থার মুখপাত্র অক্টাভিয়ান্তো বলেন, বিরাট একটি ঢেউয়ের আঘাতের ১০ মিনিটের মধ্যেই নৌযানটি ডুবে যায়।। এক জার্মান নারী ও এক জার্মান পুরুষসহ ২২ জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
নৌকাটি মঙ্গলবার সকালে নর্থ বোর্ণিও প্রদেশ থেকে রওয়ানা হয়ে তানজাং সেলো যাচ্ছিল।