ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬, ২৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায় পটুয়াখালীতে দুই বান্ধবীকে ধর্ষণের ঘটনায় গ্রেফতার ধর্ষকের মা সব শিক্ষাপ্রতিষ্ঠানকে জরুরি নির্দেশনা শিশু পানিতে পড়লেই বাজবে সাইরেন, কল যাবে ফোনে,দাবি ভোলার তরুণ উদ্ভাবকএর আমেরিকার উস্কানিতে ইরানে বিক্ষোভ : মাসুদ পেজেশকিয়ান আমার মনোনয়ন বাতিল করার কোনো কারণ ছিল না: মাহমুদুর রহমান মান্না ব্রিটিশ সরকারকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিলেন ইলন মাস্ক ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে বাণিজ্যে প্রভাব পড়বে না : শেখ বশিরউদ্দীন

সিলেটের আইকন খেলোয়াড় সাব্বির

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট সুরমা সিক্সার্সের আইকন খেলোয়াড় হলেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। সিলেটে যোগ দেয়ার বিষয়টি আজ নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে নিশ্চিত করেন সাব্বির। ফেসবুকে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে ছবি দিয়ে ক্যাপশনে সাব্বির লিখেন, ‘আসন্ন বিপিএলে সিলেট সুরমা সিক্সার্স আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করুন।

২০১৭ সালের বিপিএল আসরে নতুন মালিকানার অধীনে এবার খেলতে নামবে সিলেট। তাই এবার তাদের দলের নতুন নাম সিলেট সুরমা সিক্সার্স। গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দানবীয় ইনিংসও খেলেন তিনি।

কে পাবেন কত পারিশ্রমিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। আইকন ক্রিকেটাররা স্বাধীন। তারা যেকোনো ফ্রাঞ্চাইজিতে ইচ্ছা যেতে পারবে। পাশাপাশি আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক এবার আর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। তাদের পারিশ্রমিক নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘এ প্লাস ক্যাটাগরির (আইকন) আট ক্রিকেটার খেলবেন আটটি দলে। তাদের পারিশ্রমিকও নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে।’ এরআগে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণে বিসিবি বৈষম্য সৃষ্টি করেছিল বলে অভিযোগ। সাকিব আল হাসানের সঙ্গে অন্য আইকনদের পারিশ্রমিকে ছিল অনেক পার্থক্য। সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ। মাশিরাফি, তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিকের পারিশ্রমিক ছিল ৫০ লাখ। সাব্বির ও সৌম্যের পারিশ্রমিক ছিল ৪০ লাখ করে।

এ নিয়ে তুমুল সমালোচনা হওয়ার কারণে শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করেই ফ্রাঞ্চাইজিতে যাবে, সে হিসেবে তারাই পারিশ্রমিকের বিষয়টা আলোচনা করে নির্ধারণ করবেন। এ ব্যাপারে সব দায়িত্ব আইকন ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির। বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে এবং তাদের দায়-দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের। পূর্বের নিয়ম অনুযায়ী, ‘এ ক্যাটাগরি ক্রিকেটারদের মূল্য ছিল ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধার্য ছিল পাঁচ লাখ টাকা করে।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কী কারণে ভাঙছে তাহসান-রোজার সংসার

সিলেটের আইকন খেলোয়াড় সাব্বির

আপডেট সময় ১১:৪৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জুলাই ২০১৭

অাকাশ স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরে সিলেট সুরমা সিক্সার্সের আইকন খেলোয়াড় হলেন মারকুটে ব্যাটসম্যান সাব্বির রহমান। সিলেটে যোগ দেয়ার বিষয়টি আজ নিজের ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে নিশ্চিত করেন সাব্বির। ফেসবুকে সিলেট ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তাদের সাথে ছবি দিয়ে ক্যাপশনে সাব্বির লিখেন, ‘আসন্ন বিপিএলে সিলেট সুরমা সিক্সার্স আমাকে তাদের আইকন খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে। আমার নতুন দলের জন্য প্রার্থনা করুন।

২০১৭ সালের বিপিএল আসরে নতুন মালিকানার অধীনে এবার খেলতে নামবে সিলেট। তাই এবার তাদের দলের নতুন নাম সিলেট সুরমা সিক্সার্স। গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন সাব্বির। বরিশাল বুলসের বিপক্ষে ৬১ বলে ১২২ রানের দানবীয় ইনিংসও খেলেন তিনি।

কে পাবেন কত পারিশ্রমিক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টুয়েন্টি টুয়েন্টি ক্রিকেটের পঞ্চম আসরের আইকন (এ প্লাস ক্যাটাগরি) ক্রিকেটারদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। আইকন ক্রিকেটাররা স্বাধীন। তারা যেকোনো ফ্রাঞ্চাইজিতে ইচ্ছা যেতে পারবে। পাশাপাশি আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক এবার আর বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকে নির্ধারণ করে দেয়া হয়নি। তাদের পারিশ্রমিক নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে।

বিপিএল গভর্নিং কাউন্সিলের এক সংবাদ সম্মেলনে সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানান, ‘এ প্লাস ক্যাটাগরির (আইকন) আট ক্রিকেটার খেলবেন আটটি দলে। তাদের পারিশ্রমিকও নির্ধারণ হবে ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে।’ এরআগে আইকন ক্রিকেটারদের পারিশ্রমিক নির্ধারণে বিসিবি বৈষম্য সৃষ্টি করেছিল বলে অভিযোগ। সাকিব আল হাসানের সঙ্গে অন্য আইকনদের পারিশ্রমিকে ছিল অনেক পার্থক্য। সাকিবের পারিশ্রমিক ছিল ৫৫ লাখ। মাশিরাফি, তামিম, মাহমুদউল্লাহ এবং মুশফিকের পারিশ্রমিক ছিল ৫০ লাখ। সাব্বির ও সৌম্যের পারিশ্রমিক ছিল ৪০ লাখ করে।

এ নিয়ে তুমুল সমালোচনা হওয়ার কারণে শেষ পর্যন্ত বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে আইকনরা যেহেতু দরকষাকষি করেই ফ্রাঞ্চাইজিতে যাবে, সে হিসেবে তারাই পারিশ্রমিকের বিষয়টা আলোচনা করে নির্ধারণ করবেন। এ ব্যাপারে সব দায়িত্ব আইকন ক্রিকেটার ও ফ্রাঞ্চাইজির। বাকি ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক আগের মতোই থাকবে এবং তাদের দায়-দায়িত্ব বিপিএল গভর্নিং কাউন্সিলের। পূর্বের নিয়ম অনুযায়ী, ‘এ ক্যাটাগরি ক্রিকেটারদের মূল্য ছিল ২৫ লাখ টাকা। ‘বি’ ক্যাটাগরির পারিশ্রমিক ১৮ লাখ, ‘সি’ ক্যাটাগরি ১২ লাখ এবং ‘ডি’ ক্যাটাগরির ক্রিকেটারদের পারিশ্রমিক ধার্য ছিল পাঁচ লাখ টাকা করে।

আগামী ২ নভেম্বর থেকে শুরু হবে বিপিএলের পঞ্চম আসর।