ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬, ৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা ‘মন্ত্রী হলে পরে হব, নির্বাচন ছাড়ব না’ জিয়াউর রহমানকে পরিকল্পিতভাবে হত্যার মাধ্যমে বিএনপিকে ধ্বংসের চেষ্টা করা হয়েছিল: খন্দকার মোশাররফ ৮ জেলায় ডিজিটাল জামিননামা (ই-বেইলবন্ড) উদ্বোধন করলেন আইন উপদেষ্টা বাংলাদেশের পাশে দাঁড়িয়ে আইসিসিকে নতুন বার্তা পিসিবির ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আবুল কালাম আজাদ বাগেরহাটে প্রার্থিতা প্রত্যাহার করলেন মামুনুল হক ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন পোস্টাল ভোট সফল করতে পারলে বাংলাদেশের নাম ওয়ার্ল্ড হিস্ট্রিতে থাকবে: সিইসি

গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। শনিবার বেলা দুইটার দিকে আতিকুল গণভবনে যান বলে দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন তার একজন স্বজন। বেলা চারটার দিকেও তিনি সেখানে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়দ পদ পূরণে ফেব্রুয়ারির শেষে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৫ সালের এপ্রিলের ভোটের মতোই এবারও আওয়ামী লীগ দলের বাইরে থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শে’ বিশ্বাসী একজনকেই মনোনয়ন দিতে পারে-দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই এমন কথা জানিয়েছিলেন।

এর মধ্যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম নিজেই গত ২৫ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সংকেত পেয়ে তিনি ভোটের প্রস্তুতি শুরু করেছেন।

পরদিন আতিকুলের এই দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোটের আগে বাজার যাচাইয়ের উদাহরণ টেনেছিলেন। তবে তারও পরদিন কাদের জানান, ঢাকা উত্তরে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে একজনের বিষয়ে আলোচনা করেছেন এবং ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেছেন। তবে ওই ব্যক্তি কে সে নাম প্রকাশ করেননি তিনি।

এর মধ্যে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষ চিনতে কখনও ভুল করেননি। ঢাকা উত্তরে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করার কথাও এই সাক্ষাৎকারে বলেন আতিকুল।

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকও ছিলেন একজন পোশাক শিল্প মালিক। মেয়র নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয়ের কথাও জানিয়েছেন আতিকুল ইসলাম।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা

গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম

আপডেট সময় ০৪:৪৭:১৩ অপরাহ্ন, শনিবার, ৩০ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার গুঞ্জনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে গেছেন ব্যবসায়ী নেতা আতিকুল ইসলাম। শনিবার বেলা দুইটার দিকে আতিকুল গণভবনে যান বলে দৈনিক আকাশকে নিশ্চিত করেছেন তার একজন স্বজন। বেলা চারটার দিকেও তিনি সেখানে অবস্থান করছিলেন বলেও জানান তিনি।

মেয়র আনিসুল হকের মৃত্যুতে ফাঁকা হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়দ পদ পূরণে ফেব্রুয়ারির শেষে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। ২০১৫ সালের এপ্রিলের ভোটের মতোই এবারও আওয়ামী লীগ দলের বাইরে থেকে ‘বঙ্গবন্ধুর আদর্শে’ বিশ্বাসী একজনকেই মনোনয়ন দিতে পারে-দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আগেই এমন কথা জানিয়েছিলেন।

এর মধ্যে পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম নিজেই গত ২৫ ডিসেম্বর গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগের উচ্চ পর্যায় থেকে সংকেত পেয়ে তিনি ভোটের প্রস্তুতি শুরু করেছেন।

পরদিন আতিকুলের এই দাবির বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভোটের আগে বাজার যাচাইয়ের উদাহরণ টেনেছিলেন। তবে তারও পরদিন কাদের জানান, ঢাকা উত্তরে মনোনয়নের বিষয়ে প্রধানমন্ত্রী দলের সভাপতিমণ্ডলীর বৈঠকে একজনের বিষয়ে আলোচনা করেছেন এবং ওই ব্যক্তির সঙ্গে কথাও বলেছেন। তবে ওই ব্যক্তি কে সে নাম প্রকাশ করেননি তিনি।

এর মধ্যে বৃহস্পতিবার কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেন আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী মানুষ চিনতে কখনও ভুল করেননি। ঢাকা উত্তরে নির্বাচনের প্রস্তুতি নিতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে যোগাযোগ করার কথাও এই সাক্ষাৎকারে বলেন আতিকুল।

ঢাকা উত্তরের প্রয়াত মেয়র আনিসুল হকও ছিলেন একজন পোশাক শিল্প মালিক। মেয়র নির্বাচিত হলে তার অসমাপ্ত কাজ শেষ করার প্রত্যয়ের কথাও জানিয়েছেন আতিকুল ইসলাম।