অাকাশ জাতীয় ডেস্ক:
রাজধানীর মিরপুরের কালশীতে একটি টুপি তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স। অগ্নিকান্ডে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি সংস্থাটি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, কালশী বস্তির টুপি তৈরির কারখানাটিতে বেলা পৌনে তিনটার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরো তিনটি ইউনিটও পাঠানো হয় সেখানে। তবে ঘটনাস্থলে যাওয়া প্রথম পাঁচটি ইউনিট আগুন নিভিয়ে ফেলে।
ঘটনার সত্যতা নিশ্চি করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মাহমুদুল হক দৈনিক আকাশকে জানান, সোয়া তিনটার দিকে আগুন নিভিয়ে ফেলা হয়েছে। সেখানে তাদের লোকজন কাজ করছেন। তবে ক্ষয়ক্ষতি ও হতাহতের খবর এখনো জানতে পারেননি।’
আকাশ নিউজ ডেস্ক 




















