ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর জাপানি বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি আরো বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার নির্বাচন নিয়ে শঙ্কা আছে, নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে: ড. বদিউল আলম ঢাকায় এসে পৌঁছেছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ‘ভারতে গিয়ে খেলার পরিবেশ নেই বাংলাদেশের :আসিফ নজরুল ‘ইরান যুদ্ধ চায় না, তবে যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত’: আব্বাস আরাঘচি চট্টগ্রামে পুলিশ সদস্য কাইয়ুম হত্যা মামলায়, ১০ জনের যাবজ্জীবন

ইতিহাসের এই দিনে, ১৯ ডিসেম্বর

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (মঙ্গলবার) ১৯ ডিসেম্বর’২০১৭

১৭৮৭ খ্রীস্টাব্দের ১৯শে ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ইউরোপীয়দের দ্বারা আবিস্কৃত হওয়ার ৩২৭ বছর পর বৃটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়। পর্তুগালের একজন পর্যটক সর্বপ্রথম সিয়েরালিওন আবিস্কার করেন এবং এর সূত্রধরে পর্তুগাল ঐ দেশটি দখল করে নেয়। সিয়েরালিওনের ওপর পর্তুগীজদের শাসনকালে ইউরোপের বিভিন্ন বাজারে হাজার হাজার আফ্রিকান নারী-পুরুষকে ক্রীতদাস হিসেবে বিক্রি করা হয়। পরবর্তীতে বৃটিশরা পর্তুগিজদের উৎখাত করে সিয়েরালিওনের দখল নেয়ার পরও ইউরোপে আফ্রিকান ক্রীতদাস বিক্রির এ প্রক্রিয়া অব্যাহত থাকে। ১৯৬১ সালে সিয়েরালিওন বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৭১ সালে দেশটিতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। ৭১ হাজার ৭৪০ বর্গকিলোমিটার আয়তনের দেশ সিয়েরালিওন আটলান্তিক মহাসাগরের তীরে অবস্থিত এবং গিনি বিসাউ ও লাইবেরিয়ার সাথে দেশটির সীমান্ত রয়েছে।

ফার্সি ১৩২৯ সালের ২৯শে অযার ইরানের বিশিষ্ট আলঙ্কারিক ও অধ্যাপক ‘মোহাম্মাদ হোসেইন সানি খতাম’ মৃত্যুবরণ করেন। তিনি ফার্সি ১২৬২ সালে দক্ষিণ ইরানের শিরায শহরে জন্মগ্রহণ করেন। আরবি ও ইংরেজি ভাষার ওপরও জনাব সানি খতামের দখল ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পকর্ম সৃষ্টির পর তিনি ইরানের সেরা আলঙ্কারিক হিসেবে খ্যাতি অর্জন করেন। মণিরতœাদি দ্বারা খচিত করার কাজ বা অলঙ্কার শিল্পী সানি খতামের বহু অলঙ্করণ ইরানসহ ইউরোপের বিভিন্ন যাদুঘরে সংরক্ষিত রয়েছে।ফার্সি ১৩৩৬ সালের ২৯শে অযার ইরানের বিশিষ্ট বাদ্যযন্ত্রবিদ অধ্যাপক আবুল হাসান সাবা মৃত্যুবরণ করেন। তিনি শিশুকাল থেকে স্বীয় পিতাসহ অন্যান্য ওস্তাদের কাছে বাদ্যযন্ত্রবিদ্যা রপ্ত করেন।

বাদ্যযন্ত্র বাজানোর মধ্যেই আবুল হাসান সাবা’র শিল্পী প্রতিভা থেমে থাকে নি, সেই সাথে চিত্রাঙ্কনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। অধ্যাপক সাবা ইরানে একটি মিউজিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং অনেক প্রথিতযশা ছাত্র এই স্কুল থেকে শিক্ষা সমাপ্ত করেন। তার স্কুল থেকে ইরানী যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে অনেক নতুন নতুন সুর সৃষ্টি করা হয়। এছাড়া ইরানের ঐতিহ্যবাহী মিউজিকগুলোকে বর্ণের ক্রমঅনুসারে সাজানো ছিল তার অন্যতম প্রয়াস। ইরানের বাদ্যযন্ত্র বিদ্যার ওপর অধ্যাপক আবুল হাসান সাবা’র বেশ কয়েকটি গবেষণাধর্মী বই রয়েছে।

১৯৮৯ সালের ১৯শে ডিসেম্বর মার্কিন সেনারা ল্যাটিন আমেরিকার দেশ পানামায় হামলা চালায়। আগ্রাসী মার্কিন সেনারা পানামার ওপর মার্কিন আধিপত্যের বিরোধী প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। পানামার ওপর ঐ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দেশটির জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। এছাড়া সারাবিশ্ব থে ওয়াশিংটনের এ কাজের নিন্দা জানানো হয়। তা সত্ত্বেও মার্কিন সরকার পানামার প্রেসিডেন্টের সাজানো বিচার করে এবং ১৯৯২ সালে তাকে মাদক চোরাচালানের দায়ে ৪০ বছরের কারাদন্ড দেয়া হয়। মার্কিন সেনাদের হাতে অপহৃত পানামার সাবেক প্রেসিডেন্ট নরিয়েগা এখনো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন।

১৩২৯ হিজরির আজকের দিনে ইরানের বিশিষ্ট ফকিহ ও সাংবিধানিক বিপ্লবের অন্যতম পুরোধা আয়াতুল্লাহ অখুন্দ মোল্লা মোহাম্মাদ কাযেম খোরাসানি ইন্তেকাল করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি ধর্মীয় শিক্ষাকেন্দ্রে গমন করেন এবং তৎকালীন বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। আয়াতুল্লাহ অখুন্দ খোরাসানি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইরাকের নাজাফ শহরে যান এবং শেখ মুর্তযা আনসারিসহ সেকালের খ্যাতনামা আলেমদের কাছে শিক্ষা অর্জন করেন। তিনি ছিলেন তার সময়কার শ্রেষ্ঠ একজন ফকীহ। ফিকাহ শাস্ত্রের ওপর তার একটি বিখ্যাত বইয়ের নাম কিফাইয়াতুল উসুল। ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতে ফিকাহ শাস্ত্রের ছাত্রদের জন্য এ বইটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার বই হিসেবে পরিগণিত হয়ে আসছে।

  • দিল্লীতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ (১৬৭৫)
  • লর্ড ডালহৌসির দেহত্যাগ (১৮৬০)
  • হিটলারের জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ (১৯৪১)
  • ফ্যাসিস্ট বিরোধী বাঙালি লেখক শিল্পী সাহিত্যিকদের দুদিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু (১৯৪২)
  • মস্কো-লন্ডন বিমান চলাচল শুরু (১৯৫৭)
  • ভূপালে গ্যাস দুর্ঘটনায় আড়াই হাজার প্রাণহানি (১৯৮৪)
  • কবি প্রাবন্ধিক আবদুল কাদিরের মৃত্যু (১৯৮৪)
  • পানামায় যুক্তরাষ্ট্রের অভিযান শুরু (১৯৮৯)
  • গ্রানাডার প্রধানমন্ত্রী হেরবেট ব্লেইজের মৃত্যু (১৯৮৯)
  • রুমানিয়ায় বিক্ষোভ দমনে সেনা অভিযান। দু’হাজার নিহত (১৯৮৯)
  • ব্রাজিলে ২৯ বছর পর ফার্নান্দো কোলের ডি মেলো প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮৯)
  • ভারতের পুরুলিয়ায় বিমান থেকে ভারী অস্ত্র নিক্ষেপ। উপমহাদেশে চাঞ্চল্য সৃষ্টি (১৯৯৫)
Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশি যুবকের

ইতিহাসের এই দিনে, ১৯ ডিসেম্বর

আপডেট সময় ০২:১৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭

অাকাশ ইতিহাস ডেস্ক:

আজ (মঙ্গলবার) ১৯ ডিসেম্বর’২০১৭

১৭৮৭ খ্রীস্টাব্দের ১৯শে ডিসেম্বর পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরালিওন ইউরোপীয়দের দ্বারা আবিস্কৃত হওয়ার ৩২৭ বছর পর বৃটিশ উপনিবেশের অন্তর্ভূক্ত হয়। পর্তুগালের একজন পর্যটক সর্বপ্রথম সিয়েরালিওন আবিস্কার করেন এবং এর সূত্রধরে পর্তুগাল ঐ দেশটি দখল করে নেয়। সিয়েরালিওনের ওপর পর্তুগীজদের শাসনকালে ইউরোপের বিভিন্ন বাজারে হাজার হাজার আফ্রিকান নারী-পুরুষকে ক্রীতদাস হিসেবে বিক্রি করা হয়। পরবর্তীতে বৃটিশরা পর্তুগিজদের উৎখাত করে সিয়েরালিওনের দখল নেয়ার পরও ইউরোপে আফ্রিকান ক্রীতদাস বিক্রির এ প্রক্রিয়া অব্যাহত থাকে। ১৯৬১ সালে সিয়েরালিওন বৃটিশ উপনিবেশবাদী শাসন থেকে স্বাধীনতা অর্জন করে। ১৯৭১ সালে দেশটিতে প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা চালু হয়। ৭১ হাজার ৭৪০ বর্গকিলোমিটার আয়তনের দেশ সিয়েরালিওন আটলান্তিক মহাসাগরের তীরে অবস্থিত এবং গিনি বিসাউ ও লাইবেরিয়ার সাথে দেশটির সীমান্ত রয়েছে।

ফার্সি ১৩২৯ সালের ২৯শে অযার ইরানের বিশিষ্ট আলঙ্কারিক ও অধ্যাপক ‘মোহাম্মাদ হোসেইন সানি খতাম’ মৃত্যুবরণ করেন। তিনি ফার্সি ১২৬২ সালে দক্ষিণ ইরানের শিরায শহরে জন্মগ্রহণ করেন। আরবি ও ইংরেজি ভাষার ওপরও জনাব সানি খতামের দখল ছিল। দীর্ঘদিন ধরে বিভিন্ন শিল্পকর্ম সৃষ্টির পর তিনি ইরানের সেরা আলঙ্কারিক হিসেবে খ্যাতি অর্জন করেন। মণিরতœাদি দ্বারা খচিত করার কাজ বা অলঙ্কার শিল্পী সানি খতামের বহু অলঙ্করণ ইরানসহ ইউরোপের বিভিন্ন যাদুঘরে সংরক্ষিত রয়েছে।ফার্সি ১৩৩৬ সালের ২৯শে অযার ইরানের বিশিষ্ট বাদ্যযন্ত্রবিদ অধ্যাপক আবুল হাসান সাবা মৃত্যুবরণ করেন। তিনি শিশুকাল থেকে স্বীয় পিতাসহ অন্যান্য ওস্তাদের কাছে বাদ্যযন্ত্রবিদ্যা রপ্ত করেন।

বাদ্যযন্ত্র বাজানোর মধ্যেই আবুল হাসান সাবা’র শিল্পী প্রতিভা থেমে থাকে নি, সেই সাথে চিত্রাঙ্কনের প্রতি তার গভীর আগ্রহ ছিল। অধ্যাপক সাবা ইরানে একটি মিউজিক স্কুল প্রতিষ্ঠা করেন এবং অনেক প্রথিতযশা ছাত্র এই স্কুল থেকে শিক্ষা সমাপ্ত করেন। তার স্কুল থেকে ইরানী যন্ত্রসঙ্গীতের ক্ষেত্রে অনেক নতুন নতুন সুর সৃষ্টি করা হয়। এছাড়া ইরানের ঐতিহ্যবাহী মিউজিকগুলোকে বর্ণের ক্রমঅনুসারে সাজানো ছিল তার অন্যতম প্রয়াস। ইরানের বাদ্যযন্ত্র বিদ্যার ওপর অধ্যাপক আবুল হাসান সাবা’র বেশ কয়েকটি গবেষণাধর্মী বই রয়েছে।

১৯৮৯ সালের ১৯শে ডিসেম্বর মার্কিন সেনারা ল্যাটিন আমেরিকার দেশ পানামায় হামলা চালায়। আগ্রাসী মার্কিন সেনারা পানামার ওপর মার্কিন আধিপত্যের বিরোধী প্রেসিডেন্ট ম্যানুয়েল নরিয়েগাকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে নিয়ে যায়। পানামার ওপর ঐ মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে দেশটির জনগণ তীব্র ক্ষোভে ফেটে পড়ে। এছাড়া সারাবিশ্ব থে ওয়াশিংটনের এ কাজের নিন্দা জানানো হয়। তা সত্ত্বেও মার্কিন সরকার পানামার প্রেসিডেন্টের সাজানো বিচার করে এবং ১৯৯২ সালে তাকে মাদক চোরাচালানের দায়ে ৪০ বছরের কারাদন্ড দেয়া হয়। মার্কিন সেনাদের হাতে অপহৃত পানামার সাবেক প্রেসিডেন্ট নরিয়েগা এখনো যুক্তরাষ্ট্রের কারাগারে বন্দী রয়েছেন।

১৩২৯ হিজরির আজকের দিনে ইরানের বিশিষ্ট ফকিহ ও সাংবিধানিক বিপ্লবের অন্যতম পুরোধা আয়াতুল্লাহ অখুন্দ মোল্লা মোহাম্মাদ কাযেম খোরাসানি ইন্তেকাল করেন। প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর তিনি ধর্মীয় শিক্ষাকেন্দ্রে গমন করেন এবং তৎকালীন বিশিষ্ট শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে বিভিন্ন বিদ্যায় পারদর্শী হয়ে ওঠেন। আয়াতুল্লাহ অখুন্দ খোরাসানি উচ্চশিক্ষার উদ্দেশ্যে ইরাকের নাজাফ শহরে যান এবং শেখ মুর্তযা আনসারিসহ সেকালের খ্যাতনামা আলেমদের কাছে শিক্ষা অর্জন করেন। তিনি ছিলেন তার সময়কার শ্রেষ্ঠ একজন ফকীহ। ফিকাহ শাস্ত্রের ওপর তার একটি বিখ্যাত বইয়ের নাম কিফাইয়াতুল উসুল। ধর্মীয় শিক্ষাকেন্দ্রগুলোতে ফিকাহ শাস্ত্রের ছাত্রদের জন্য এ বইটি একটি গুরুত্বপূর্ণ গবেষণার বই হিসেবে পরিগণিত হয়ে আসছে।

  • দিল্লীতে নবম শিখ গুরু তেগ বাহাদুরের শিরচ্ছেদ (১৬৭৫)
  • লর্ড ডালহৌসির দেহত্যাগ (১৮৬০)
  • হিটলারের জার্মান বাহিনীর কর্তৃত্ব গ্রহণ (১৯৪১)
  • ফ্যাসিস্ট বিরোধী বাঙালি লেখক শিল্পী সাহিত্যিকদের দুদিন ব্যাপী প্রথম সম্মেলন শুরু (১৯৪২)
  • মস্কো-লন্ডন বিমান চলাচল শুরু (১৯৫৭)
  • ভূপালে গ্যাস দুর্ঘটনায় আড়াই হাজার প্রাণহানি (১৯৮৪)
  • কবি প্রাবন্ধিক আবদুল কাদিরের মৃত্যু (১৯৮৪)
  • পানামায় যুক্তরাষ্ট্রের অভিযান শুরু (১৯৮৯)
  • গ্রানাডার প্রধানমন্ত্রী হেরবেট ব্লেইজের মৃত্যু (১৯৮৯)
  • রুমানিয়ায় বিক্ষোভ দমনে সেনা অভিযান। দু’হাজার নিহত (১৯৮৯)
  • ব্রাজিলে ২৯ বছর পর ফার্নান্দো কোলের ডি মেলো প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত (১৯৮৯)
  • ভারতের পুরুলিয়ায় বিমান থেকে ভারী অস্ত্র নিক্ষেপ। উপমহাদেশে চাঞ্চল্য সৃষ্টি (১৯৯৫)