অাকাশ জাতীয় ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপির ঘরে গণতন্ত্র নেই। তাই দেশের গণতন্ত্র তাদের চোখে পড়ে না।’ আজ শনিবার মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের বলেন, ‘যে বাংলাদেশ পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট আজ নিজস্ব অর্থায়নে করতে পারে, সে দেশের সক্ষমতা, সাহস আজ সারা দুনিয়ায় প্রশংসিত। তারপরেও আমাদের বিজয় আমরা পুরোপুরিভাবে সংহত করতে পারিনি। বিজয় সংহত করার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে সাম্প্রদায়িকতা। এই সাম্প্রদায়িকতার বিষবৃক্ষ উৎপাটন করাই এখন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
ভোর ৬টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের কেন্দ্রীয় নেতাদের নিয়ে আবার শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 



















