অাকাশ জাতীয় ডেস্ক:
মহান বিজয় দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে সাতটায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা জানান তিনি। পরে আওয়ামী লীগ সভাপতি হিসেবে দলের শীর্ষ নেতাদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে আবারও শ্রদ্ধা জানান।
এর আগে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত লাখো শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
আকাশ নিউজ ডেস্ক 



















