অাকাশ জাতীয় ডেস্ক:
নিম্ন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির নীতিমালার মধ্যে দিয়ে বিচারবিভাগের স্বাধীনতা আবারো প্রশাসনের হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি আন্দোলনের অংশ হিসেবে সব নির্বাচনে অংশ নিবে বলেও জানান মির্জা ফখরুল।
ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে আমরা বহু কথা বলেছি, আন্দোলন করেছি। আইন পাস করা হয়েছে পার্লামেন্ট থেকে। সেই বিচার বিভাগের স্বাধীনতা আবারও সেই প্রশাসনের হাতে গিয়েই পড়লো। কোনো ভাবেই এটাকে মুক্ত করা গেলো না। বরং দুর্ভাগ্যবশত এটাকে মুক্ত করতে গিয়ে আমাদের প্রধান বিচার তার পদ হারালেন এবং তাকে দেশ ত্যাগ করতে হলো।’
আকাশ নিউজ ডেস্ক 



















