ঢাকা ০৫:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আগাম নির্বাচন দিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে কম্বোডিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ উন্নয়ন চাইলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবেন।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপিকে আলোচনার কোন প্রস্তাব দেয়া হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, ফোন করেছিলাম। তারপর ঝাড়ি খেলাম; আবার ঔরকম অপমানিত হবার ইচ্ছা আর আমার নাই। দ্বিতীয় কথা, যাদের মধ্যে এতটুকু ভদ্রতাবোধ নাই, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। পার্লামেন্টের সিস্টেম অব ডেমোক্রেসিতে যেকোনো সময় নির্বাচন হয়। তবে এমন কোনো দৈন্যদশায় বা সমস্যায় পড়ি নাই যে এখনি নির্বাচন দিতে হবে।’

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়ন কাজের যেগুলো আমরা করে যাচ্ছে; আমি চাই সে উন্নয়ন কাজগুলো আরো এগিয়ে নিয়ে যেতে। কারণ আমরা না থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের কি দশা হয় তা সবাই জানে। ১৯৯৬-২০০১ পর্যন্ত যে কাজগুলো করে গিয়েছিলাম, এরপর সে কাজগুলি আর সচল ছিল না।

২০০৮-এ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যে উন্নয়ন আমরা করেছি; আমি চ্যালেঞ্জ দিতে পারি, এতো অল্প সময়ের মধ্যে এভাবে অন্য কোনো সরকার দেশের এমন উন্নয়ন করতে পারেনি। অবকাঠামো, বিদ্যুৎ যেদিকেই তাকান; প্রতিটা ক্ষেত্রে যে উন্নয়ন আমরা করে দিতে পেরেছি, অন্য কেউ তা করতে পারে নি। ‘

এরপর মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের করা দুর্নীতির অভিযোগ সম্পর্কে বলেন, ‘বিশ্বব্যাংকের দুর্নীতির যে অভিযোগ, সেটাকে চ্যালেঞ্জ দেয়ার মত সৎ সাহস আমাদের আছে। এছাড়া তিনি বলেন, ‘অবশ্যই জনগণের টাকা কেউ যদি বাইরে নিয়ে গিয়ে নিজেদের বিলাসবহুল জীবনে ব্যবহার করে; আমার দেশের মানুষকে বঞ্চিত করে, দেশের মানুষ অবশ্যই তাদের বিচার করবে এবং দেশের আইনুযায়ী নিশ্চয় তাদের বিচার করা হবে।’

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই ঘোষণার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বের কেউ মেনে নেবে বলে আমার মনে হয় না। যুক্তরাষ্ট্র প্রথম সেখানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলো এবং সেজন্য নোবেলও দেয়া হয়েছিলো। আর এখন তারই অশান্তির পথে হাঁটলো।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগাম নির্বাচনের সম্ভাবনা নাকচ করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:২৬:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

দেশে এমন কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি যে আগাম নির্বাচন দিতে হবে। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকেলে গণভবনে কম্বোডিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ উন্নয়ন চাইলে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবেন।’

নির্বাচন প্রসঙ্গে বিএনপিকে আলোচনার কোন প্রস্তাব দেয়া হবে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘প্রস্তাব দিয়েছিলাম, ফোন করেছিলাম। তারপর ঝাড়ি খেলাম; আবার ঔরকম অপমানিত হবার ইচ্ছা আর আমার নাই। দ্বিতীয় কথা, যাদের মধ্যে এতটুকু ভদ্রতাবোধ নাই, তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন আছে বলে মনে করি না। পার্লামেন্টের সিস্টেম অব ডেমোক্রেসিতে যেকোনো সময় নির্বাচন হয়। তবে এমন কোনো দৈন্যদশায় বা সমস্যায় পড়ি নাই যে এখনি নির্বাচন দিতে হবে।’

উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘উন্নয়ন কাজের যেগুলো আমরা করে যাচ্ছে; আমি চাই সে উন্নয়ন কাজগুলো আরো এগিয়ে নিয়ে যেতে। কারণ আমরা না থাকলে উন্নয়ন কর্মকাণ্ডের কি দশা হয় তা সবাই জানে। ১৯৯৬-২০০১ পর্যন্ত যে কাজগুলো করে গিয়েছিলাম, এরপর সে কাজগুলি আর সচল ছিল না।

২০০৮-এ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করার পর ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত যে উন্নয়ন আমরা করেছি; আমি চ্যালেঞ্জ দিতে পারি, এতো অল্প সময়ের মধ্যে এভাবে অন্য কোনো সরকার দেশের এমন উন্নয়ন করতে পারেনি। অবকাঠামো, বিদ্যুৎ যেদিকেই তাকান; প্রতিটা ক্ষেত্রে যে উন্নয়ন আমরা করে দিতে পেরেছি, অন্য কেউ তা করতে পারে নি। ‘

এরপর মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বব্যাংকের করা দুর্নীতির অভিযোগ সম্পর্কে বলেন, ‘বিশ্বব্যাংকের দুর্নীতির যে অভিযোগ, সেটাকে চ্যালেঞ্জ দেয়ার মত সৎ সাহস আমাদের আছে। এছাড়া তিনি বলেন, ‘অবশ্যই জনগণের টাকা কেউ যদি বাইরে নিয়ে গিয়ে নিজেদের বিলাসবহুল জীবনে ব্যবহার করে; আমার দেশের মানুষকে বঞ্চিত করে, দেশের মানুষ অবশ্যই তাদের বিচার করবে এবং দেশের আইনুযায়ী নিশ্চয় তাদের বিচার করা হবে।’

নিজের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী, জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সংবাদ সম্মেলনে ট্রাম্পের এই ঘোষণার সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত বিশ্বের কেউ মেনে নেবে বলে আমার মনে হয় না। যুক্তরাষ্ট্র প্রথম সেখানে শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলো এবং সেজন্য নোবেলও দেয়া হয়েছিলো। আর এখন তারই অশান্তির পথে হাঁটলো।’