অাকাশ জাতীয় ডেস্ক:
রোহিঙ্গাদের সহায়তার জন্য অর্থ মন্ত্রণালয়ের অধীন সকল কর্মকর্তা ও কর্মচারীর এক দিনের বেতনের সমপরিমাণ ৯ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৩৩১ টাকার একটি চেক প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবীর, অর্থসচিব, ইআরডি সচিব, এনবিআর চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব নজিবুর রহমান উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের সভা শেষে এ চেক হস্তান্তর করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















