ঢাকা ০৫:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

স্থানীয় সরকার ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: আইভী

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘স্থানীয় সরকার ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কারণ আমরা যেখানে কাজ করি সেখানে একদম তৃণমূলে কাজ করি। এতে করে তাদের ধ্যানধারণা-মনমানসিকতা বুঝতে পারি এবং কাজ করতেও সুবিধা হয়।’

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে ‘জাতীয় নাগরিক সম্মেলন-১৭’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমি মনে করি স্থানীয় সরকারকে যদি প্রাধান্য দিয়ে কাজ করা হয় একটা দেশের উন্নয়ন খুব দ্রুত হতে পারে। আমরা যারা স্থানীয় সরকারে আছি তারা সর্বদায় সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকি। সেটা এনজিও হোক, ডেভলপমেন্ট পার্টনার হোক বা সরকাই হোক। এটা ভুলে গেলে চলবে না, যেখান থেকে কাজ করেন না কেন প্রাধান্য কিন্তু স্থানীয় সরকারকেই দিতে হবে। স্থানীয় সরকারের মাধ্যমেই এ কাজগুলো করতে হবে।’

মেয়র বলেন, ‘তবে এটা তখনই সম্ভব হবে যখন নেতৃত্ব যিনি থাকবেন তার ব্যক্তিগত কোনো চাহিদা থাকবে না। যে যোগ্য তাকে প্রাধান্য দিয়ে কাজ করালে সবকিছু সম্ভব হয়ে ওঠে যেটা আমি আমার ব্যক্তিগত সাফল্যে পেয়েছি। একজন মানুষ যখন সমষ্টিগতভাবে চিন্তা করে তখনই অনেক কিছু একসঙ্গে করা সম্ভব।’

সুশীল সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘স্থানীয় সরকারের পাশাপাশি সব কাজের ক্ষেত্রেই সুশীল সমাজকে যুক্ত করতে হবে। সরকার, উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজ একত্রিত হয়ে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এক্ষেত্রে উদাহরণ আমার নারায়ণগঞ্জ।’ টেকসই উন্নয়ন অভিযাত্রায় কাউকে পেছনে না রেখে সরকারের সঙ্গে সুশীল সমাজকে কাজ করার পরামর্শ দেন তিনি।

মেয়র বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে আবার অনেক ব্যর্থতাও আছে। পিছিয়ে পড়া অনেক মানুষও আছে। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে আজকে নাগরিক সমাজ যে তুলে আনার চেষ্টা করেছে এটা আমাদের উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবেন। আমার শহরের মধ্যে কাজ করতে গিয়ে আমি এমন কোনো জনগোষ্ঠী নাই যাদের সঙ্গে সম্পৃক্ত হই নাই বা করার চেষ্টা করি নাই। যার ফলে আমাদের অনেক দলিত সম্প্রদায়ের অনেক মেয়ে আজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। ‘কাউকে পেছনে রাখা যাবে না’ শ্লোগানে ৭৪টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নাগরিক প্লাটফর্ম এ সম্মেলনের আয়োজন করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়: আইভী

আপডেট সময় ০৯:৪৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘স্থানীয় সরকার ছাড়া সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কারণ আমরা যেখানে কাজ করি সেখানে একদম তৃণমূলে কাজ করি। এতে করে তাদের ধ্যানধারণা-মনমানসিকতা বুঝতে পারি এবং কাজ করতেও সুবিধা হয়।’

বুধবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে ‘জাতীয় নাগরিক সম্মেলন-১৭’ শীর্ষক দিনব্যাপী আলোচনা সভার অধিবেশনে তিনি এসব কথা বলেন।

আইভী বলেন, ‘আমি মনে করি স্থানীয় সরকারকে যদি প্রাধান্য দিয়ে কাজ করা হয় একটা দেশের উন্নয়ন খুব দ্রুত হতে পারে। আমরা যারা স্থানীয় সরকারে আছি তারা সর্বদায় সবার সঙ্গে কাজ করতে প্রস্তুত থাকি। সেটা এনজিও হোক, ডেভলপমেন্ট পার্টনার হোক বা সরকাই হোক। এটা ভুলে গেলে চলবে না, যেখান থেকে কাজ করেন না কেন প্রাধান্য কিন্তু স্থানীয় সরকারকেই দিতে হবে। স্থানীয় সরকারের মাধ্যমেই এ কাজগুলো করতে হবে।’

মেয়র বলেন, ‘তবে এটা তখনই সম্ভব হবে যখন নেতৃত্ব যিনি থাকবেন তার ব্যক্তিগত কোনো চাহিদা থাকবে না। যে যোগ্য তাকে প্রাধান্য দিয়ে কাজ করালে সবকিছু সম্ভব হয়ে ওঠে যেটা আমি আমার ব্যক্তিগত সাফল্যে পেয়েছি। একজন মানুষ যখন সমষ্টিগতভাবে চিন্তা করে তখনই অনেক কিছু একসঙ্গে করা সম্ভব।’

সুশীল সমাজের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘স্থানীয় সরকারের পাশাপাশি সব কাজের ক্ষেত্রেই সুশীল সমাজকে যুক্ত করতে হবে। সরকার, উন্নয়ন সংস্থা ও সুশীল সমাজ একত্রিত হয়ে কাজ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। এক্ষেত্রে উদাহরণ আমার নারায়ণগঞ্জ।’ টেকসই উন্নয়ন অভিযাত্রায় কাউকে পেছনে না রেখে সরকারের সঙ্গে সুশীল সমাজকে কাজ করার পরামর্শ দেন তিনি।

মেয়র বলেন, ‘আমাদের অনেক অর্জন আছে আবার অনেক ব্যর্থতাও আছে। পিছিয়ে পড়া অনেক মানুষও আছে। এই পিছিয়ে পড়া মানুষগুলোকে আজকে নাগরিক সমাজ যে তুলে আনার চেষ্টা করেছে এটা আমাদের উন্নয়নের দিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। তবে সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করার চেষ্টা করবেন। আমার শহরের মধ্যে কাজ করতে গিয়ে আমি এমন কোনো জনগোষ্ঠী নাই যাদের সঙ্গে সম্পৃক্ত হই নাই বা করার চেষ্টা করি নাই। যার ফলে আমাদের অনেক দলিত সম্প্রদায়ের অনেক মেয়ে আজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিডির বিশেষ ফেলো ও এসডিজি বাস্তবায়নে নাগরিক প্লাটফর্মের আহ্বায়ক দেবপ্রিয় ভট্টাচার্য। ‘কাউকে পেছনে রাখা যাবে না’ শ্লোগানে ৭৪টি বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত নাগরিক প্লাটফর্ম এ সম্মেলনের আয়োজন করেছে।