অাকাশ জাতীয় ডেস্ক:
এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, ইসলামের প্রকৃত অনুসারীগণ কখনোই জঙ্গি বা সন্ত্রাসী হতে পারে না। রাঙ্গাঁ রোববার রাজধানীর গুলিস্তানে কাজী বশির মিলনায়তন চত্বরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা:) উপলক্ষে আশেকানে গাউছিয়া রহমানিয়া মইনিয়া সহিদীয়া মাইজভান্ডারীয়া উদ্যোগে আয়োজিত জশ্নে জুলুশ পূর্ব সমাবেশে এ কথা বলেন।
তিনি বলেন, ইসলাম শান্তি, সাম্য, ভ্রাতৃত্ববোধ ও ন্যায় পরায়ণতার শিক্ষা দেয়। আর মহানবী (সা:) এর জীবন ও কর্ম অনুসরণের মাধ্যমে মানবজাতি ইহকাল ও পরকালে মুক্তি পাবে।
শাহসূফী মাওলানা সৈয়দ সহিদ উদ্দিন আহমেদ মাইজভান্ডারীর সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন এ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি, বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুস সাত্তার, মাওলানা মাসুদুর রহমান ও হাফেজ মোঃ আলমগীর।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা বিকাশের মাধ্যমে উদার ও সাম্প্রদায়িক সম্প্রীতি সার্বজনীন সমাজ প্রতিষ্ঠায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সকল ধর্মীয় জনগোষ্ঠীর মান-মর্যাদা সুরক্ষা এবং নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন, ভ্রাতৃত্ববোধ ও ধর্মীয় সম্প্রীতি গড়ে তোলার ক্ষেত্রে চলমান নানামূখী কার্যক্রম চলছে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জল দৃষ্টান্ত। এখানে ইসলাম ধর্মের নামে যারা সন্ত্রাস, নৈরাজ্য ও জঙ্গি অপতৎপরতা চালাবে তাদের সমূলে নির্মূল করা হবে। হাক্কানী আলেম-ওলামাসহ সকল ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
পরে প্রতিমন্ত্রীর নেতৃতে এক জশনে জুলুশ অনুষ্ঠিত হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















