অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও নোবেল বিজয়ী অং সাং সু চি বলেছেন, আমরা মাত্র ২০ মাস হলো ক্ষমতায় এসেছি। আমাদের এখানে দীর্ঘদিন ধরেই সেনাবাহিনী ক্ষমতায় ছিল। তাই সমাজব্যবস্থার পরিবর্তন সময়সাপেক্ষ ব্যাপার।
শুক্রবার চীনে চায়না কমিউনিস্ট পার্টির (সিপিসি) উদ্যোগে বিশ্বের বিভিন্ন দেশের রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে চার দিনব্যাপী এ বৈঠকে উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বৈঠকে বাংলাদেশ থেকে আওয়ামী লীগের তিন সদস্যের একটি প্রতিনিধি দল যোগ দেয়। তাঁরা হলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী ও কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য নুরুল মজিদ হুমায়ুন।
সু চি বলেন, মানুষের সামাজিক নিরাপত্তা, আর্থসামাজিক উন্নয়নে সময়ের প্রয়োজন।’
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দ্বিতীয় মেয়াদে চায়না কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হওয়ায় তিনি অভিনন্দন জানিয়ে বলেন, ‘চীনের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনের। আমাদের দেশের জনগণও এ সম্পর্ক আরও সুদৃঢ় করবে সব সময়।’
আকাশ নিউজ ডেস্ক 



















