অাকাশ জাতীয় ডেস্ক:
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচরণ বিধিমালার চূড়ান্ত খসড়া এখন প্রধানমন্ত্রীর দপ্তরে। প্রধানমন্ত্রীর দফতর হয়ে সেটা রাষ্ট্রপতির দপ্তরে যাবে। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বৃহস্পতিবার এ তথ্য জানান।
অধস্তন আদালতের বিচারকদের চাকরির শৃঙ্খলা ও আচারণ বিধিামালার খসড়া নিয়ে গত আড়াই বছর ধরে সরকারের সঙ্গে বিচার বিভাগের টানাপড়েন চলছে। এ পর্যন্ত টানা ২৭ বারের মতো গেজেট প্রকাশের জন্য রাষ্ট্রপক্ষে আদালতে সময় নেওয়া হয়েছে।
সবশেষ গত ৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগ সরকারকে ৩ ডিসেম্বরের মধ্যে গেজেটে প্রকাশের জন্য নির্দেশ দেন। এরপর গত ১৬ নভেম্বর রাতে রাজধানীর জাজেস কমপ্লেক্সে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী। ওইদিন বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, ‘বৈঠকে আমরা একমত হয়েছি। রাষ্ট্রপতির অনুমতি পাওয়ার সঙ্গে সঙ্গে এ গেজেট প্রকাশ করা হবে। ৩ ডিসেম্বরের আগেই গেজেট প্রকাশ করতে পারবো।’
এছাড়া গত ২১ নভেম্বর রাজধানীতে এক অনুষ্ঠান শেষে আইনমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে (আপিল বিভাগের সঙ্গে বৈঠক) যে ড্রাফটটি অনুমোদন করেছি সেটার চূড়ান্ত ড্রাফট করা হয়েছে।’
আকাশ নিউজ ডেস্ক 



















