ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬, ১৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

অপরাধকারী যে দলেরই হোক শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইনের উর্দ্ধে কেউ নয়। যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। হোক পুলিশ, বিজিবি কিংবা র‌্যাব। আইনশৃংখলা বাহিনীর সদস্য অপরাধ করলে তারাও শাস্তি পাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিতে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা ভবনের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ এখন অনেক সুবিধা পাচ্ছে। আমরা বহুতল ও আধুনিক থানা ভবন করেছি, পুলিশ সদস্যকে আধুনিক সজ্জায় সুসজ্জিত করেছি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও পরিকল্পনায় পুলিশ বাহিনী আজ অনেক আধুনিক হয়েছে। মুক্তিযুদ্ধের মত জিবন বাঁজি রেখে পুলিশ আজ দেশের জন্য কাজ করছে। পুলিশ জীবন বাজি রেখে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে সক্ষম হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় আমরা দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে পেরেছি।

গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী নির্বাচনের জন্য তার পক্ষে ভোট চাইলেন। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় ডাকবাংলো মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকতে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।’

ধর্মের ভিত্তিতে নয়, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তাই আজ বিশ্বে সৎ শাসক ও মানবতার নেত্রী হিসেবে শেখ হাসিনাই স্থান পেয়েছেন।’ জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘এ অঞ্চলের লোকজন শেখ হাসিনাকে প্রচন্ড ভালোবাসেন এই জনসভা তার প্রমাণ। আগামী নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবার ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’

জনসভায় আরও বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, হাতীবান্ধা উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন, পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান, হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের সভাপতি আলা উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম সম্পদ।

এর আগে হাতীবান্ধা থানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট ফসুরা বেগম রুমী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অপরাধকারী যে দলেরই হোক শাস্তি পেতেই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, আমরা জঙ্গি ও সন্ত্রাস দমনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাজ করে যাচ্ছি। আইনের উর্দ্ধে কেউ নয়। যে অপরাধ করবে তাকে শাস্তি পেতেই হবে। হোক পুলিশ, বিজিবি কিংবা র‌্যাব। আইনশৃংখলা বাহিনীর সদস্য অপরাধ করলে তারাও শাস্তি পাচ্ছে। রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে শেখ হাসিনা আজ বিশ্বে মানবতার নেত্রী হিসেবে স্থান পেয়েছেন। তাই বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার বিকল্প নেই।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হকের সভাপতিতে বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানা ভবনের উদ্বোধন ও সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, পুলিশ এখন অনেক সুবিধা পাচ্ছে। আমরা বহুতল ও আধুনিক থানা ভবন করেছি, পুলিশ সদস্যকে আধুনিক সজ্জায় সুসজ্জিত করেছি। তাই প্রধানমন্ত্রীর নির্দেশে ও পরিকল্পনায় পুলিশ বাহিনী আজ অনেক আধুনিক হয়েছে। মুক্তিযুদ্ধের মত জিবন বাঁজি রেখে পুলিশ আজ দেশের জন্য কাজ করছে। পুলিশ জীবন বাজি রেখে মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমনে সক্ষম হয়েছে। দেশের মানুষের সহযোগিতায় আমরা দেশকে জঙ্গি ও সন্ত্রাস মুক্ত করতে পেরেছি।

গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হিসেবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল আগামী নির্বাচনের জন্য তার পক্ষে ভোট চাইলেন। বৃহস্পতিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার নবনির্মিত থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় ডাকবাংলো মাঠে এক জনসভায় বক্তব্য দেন তিনি।

জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আগামী দিনে আবার নৌকা মার্কায় ভোট দিয়ে উন্নয়নের পক্ষে থাকতে হবে। আওয়ামী লীগ যতবার ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়ন হয়েছে।’

ধর্মের ভিত্তিতে নয়, ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘তাই আজ বিশ্বে সৎ শাসক ও মানবতার নেত্রী হিসেবে শেখ হাসিনাই স্থান পেয়েছেন।’ জনসভায় উপস্থিত লোকজনের উদ্দেশে তিনি বলেন, ‘এ অঞ্চলের লোকজন শেখ হাসিনাকে প্রচন্ড ভালোবাসেন এই জনসভা তার প্রমাণ। আগামী নির্বাচনে এ আসনে শেখ হাসিনার প্রতিনিধি মোতাহার হোসেনকে আবার ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবেন।’

জনসভায় আরও বক্তব্য দেন হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, হাতীবান্ধা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সম্পাদক মাহমুদুল হাসান সোহাগ, কেন্দ্রীয় মহিলা লীগের নেত্রী সৈয়দা রাজিয়া মোস্তফা, হাতীবান্ধা উপজেলা সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক শ্যামল, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওয়ার হায়াত খাঁন, পাটগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান শফিক কামাল টারজান, হাতীবান্ধা উপজেলা কৃষক লীগের সভাপতি আলা উদ্দিন মিয়া, জেলা ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম, ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাফিউল ইসলাম সম্পদ।

এর আগে হাতীবান্ধা থানা ভবনে উদ্বোধনী অনুষ্ঠানে লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন, সংরক্ষিত আসনের সাংসদ অ্যাডভোকেট ফসুরা বেগম রুমী, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ, লালমনিরহাট জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।