অাকাশ জাতীয় ডেস্ক:
তথ্যপ্রযুক্তির উন্নয়নে ৩৮ হাজার ৩৩১টি প্রাথমিক স্কুলে ডিজিটাল ক্লাসরুম তৈরি করা হয়েছে। ১৫ হাজার নতুন স্কুলে রাসেল ল্যাব চালু হয়েছে। দুই হাজার ৬০০টি ইউনিয়ন পরিষদকে এবং এক হাজার পুলিশ স্টেশনকে ডিজিটাল নেটওয়ার্কিংয়ের আওতায় আনা হয়েছে। চিকিৎসা, স্বাস্থ্য, শিক্ষা, পোস্ট অফিস, সরকারি দপ্তরগুলোকে ডিজিটাল নেটওয়ার্কিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এসব তথ্য জানান। আগামী ৬ থেকে ৯ ডিসেম্বর ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৭’ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রী।
তথ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যে প্রস্তুতির প্রয়োজন হয় সেই প্রস্তুতি আমরা এ ডিজিটাল মেলার মধ্য দিয়ে দেশবাসীকে জানাতে চাই।
মন্ত্রী বলেন, ‘ই-গভর্নমেন্ট’ তথা ডিজিটাল সরকার তৈরিতে আমরা সবধরনের কার্যক্রম হাতে নিয়েছি। সরকারি কর্মকর্তাদের বিভিন্ন ধরনের লেনদেন ও বিচার বিভাগের সব কার্ক্রম পরিচালনার জন্য ডিজিটাল পদ্ধতি চালুর কাজে হাত দিয়েছি।
হাসানুল হক ইনু বলেন, অবসরপ্রাপ্ত শিক্ষকরা যেন সহজে অবসর ভাতা পান সেজন্য ডিজিটাল পদ্ধতি চালুর ব্যবস্থা করবে সরকার। আর এ সবকিছুই হচ্ছে তথ্য প্রযুক্তির উন্নয়নের মধ্য দিয়ে।
তিনি দাবি করেন, বাংলাদেশ ডিজিটাল প্রযুক্তির উন্নয়নের ফলে দেশের গণমাধ্যমের জগতে অভূতপূর্ব বিকাশ ঘটেছে। বর্তমানে ডিজিটালাইজেশন প্রক্রিয়া অতি সহজে আপনার হাতের মুঠোয় তথ্যকে এনে দিচ্ছে। এটা বাংলাদেশের গণতন্ত্র, সুশাসন ও জনগণকে তথ্যে সমৃদ্ধ করেছে।
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের মাধ্যমে জনগণের ভোগান্তি কমাচ্ছি এবং জনগণের বলিষ্ঠতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখতে আমরা সক্ষম হচ্ছি। তথ্যপ্রযুক্তির প্রয়োগের মধ্য দিয়ে নারী, শিশু ও প্রতিবন্ধীদের বিকাশে আমরা অনেকদূর এগিয়েছি।
আকাশ নিউজ ডেস্ক 



















