অাকাশ জাতীয় ডেস্ক:
তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সঙ্গে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নির্দেশিকা বিষয়ে রোববার এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ডিটেকটিভ ট্রেনিং স্কুল সিআইডির সভাকক্ষে বাংলাদেশ পুলিশ, ঢাকা আহ্ছানিয়া মিশন ও ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস্’র সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে বাংলাদেশ পুলিশের ১৫ টি বিভাগের ৬৫ জন কর্মকর্তা অংশগ্রহন করেন। সিআইডি পুলিশের এএসপি(প্রশিক্ষণ) আখতার হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. খ. মহিদ উদ্দিন। কর্মশালায় স্বগত বক্তব্য প্রদান করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সহকারী পরিচালক ও তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের সমন্বয়কারী মো. মোখলেছুর রহমান। এসময় ঢাকা আহ্ছানিয়া মিশনের পরোক্ষ ধূমপানের ক্ষতি বিষয়ক ভিডিও প্রচার করা হয়।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান কর্মশালার মূল বিষয় “তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন নির্দেশিকা ’’ বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করেন। ডিটেকটিভ ট্রেনিং স্কুল, সিআইডির এসপি (প্রশিক্ষণ), মোস্তফা মন্জুর মাহমুদ তামাক নিয়ন্ত্রণ আইন ভঙ্গে মামলা দায়ের ও করনীয়’’ বিষয়ে সচিত্র তথ্য উপস্থাপন করেন। পরে উপস্থাপনা দু’টির উপর মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।
আখতার হোসনে আরা বলেন, আইন বাস্তবায়নে ব্যক্তির চেয়েও প্রতিষ্ঠানের আইন লংঘনের বিষয়টি বেশি আমলে নিতে হবে। তাহলে আমরা আইন বাস্তবায়নে যথার্থ ভুমিকা রাখতে পারবো। কর্মশালাটি সঞ্চালনা করেন ঢাকা আহ্ছানিয়া মিশনের তামাক নিয়ন্ত্রণ প্রকল্পের ক্যাম্পেইন অফিসার উম্মে জান্নাত।
আকাশ নিউজ ডেস্ক 
























