অাকাশ জাতীয় ডেস্ক:
ঢাকার সাভারে নিজ কক্ষ থেকে এক নারী পুলিশ কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম তাহমিনা খাতুন। তিনি সাভার মডেল থানার একজন উপ-পরিদর্শক ছিলেন। শনিবার রাত ৯টার দিকে থানা প্রাঙ্গণের কোয়ার্টারের তাহমিনার কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেন। তবে আত্মহত্যার কারণ সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। তিনি জানান, সন্ধ্যার পর নিজ কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন তাহমিনা। তবে রাতে ঝুলন্ত লাশ দেখেই বিষয়টি জানাজানি হয়।
এসআই তাহমিনা মাতৃত্বকালীন ছুটি ভোগ করছিলেন। তার স্বামী মোবারক হোসেন একটি বেসরকারি আবাসিক প্রতিষ্ঠানে কর্মরত। তাদের দুই সন্তান নিয়ে চার তলা ভবনের নিচ তলায় থাকতেন।
আকাশ নিউজ ডেস্ক 

























