অাকাশ স্পোর্টস ডেস্ক:
এবার ভারতের রাজধানী দিল্লিতে জাতীয় স্তরের কবাডি খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগ উঠেছে এক কোচের বিরুদ্ধে। গত ৯ জুলাই জুনিয়র খেলোয়াড়কে ধর্ষণের অভিযোগে কোচ নরেশ দায়িরাকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
জানা গেছে, দিল্লির ছত্রশাল স্টেডিয়ামে অনুশীলন করছিল নাবালিকা কবাডি খেলোয়াড়। পুলিশকে সে জানায়, অনুশীলনের সময় আচমকাই কোচ নরেশ দাহিয়া তার দিকে এগিয়ে আসেন। তাকে নিজের গাড়িতে বসতে জোর করেন। বলেন, গাড়িতে যেতে যেতে তাকে ডায়েটিংয়ের কিছু টিপস দেবেন। গুরুর কথা ফেলতে পারেনি শিষ্যা।
গাড়িতে উঠে বসে। গাড়ি কিছুদূর যাওযার পর নাবালিকার কাঁধে জোরে ঘুষি মারে। সঙ্গে সঙ্গে অচেতন হয়ে পড়ে তরুণী। জ্ঞান ফিরতে তরুণী দেখে একটি ফ্ল্যাটের ঘরে শুয়ে আছে সে। তারপর সেখানে তাকে একাধিকবার ধর্ষণ করে কোচ। পুলিশের কাছে দেওয়া বয়ানে এমনটাই জানিয়েছে জুনিয়র খেলোয়াড়। পরের দিন তরুণীকে রাস্তায় ফেলে চলে যান কোচ। এমনকী ধর্ষণের ঘটনা কাউকে জানালে তাকে খুনের হুমকিও দেন অভিযুক্ত কোচ।
মেডিক্যাল পরীক্ষায় ধর্ষণ প্রমাণিত হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও ট্রমার মধ্যে রয়েছে সে। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায় (POCSO) তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
আকাশ নিউজ ডেস্ক 
























