অাকাশ বিনোদন ডেস্ক:
বাংলা সাহিত্যের জাদুকর এবং জনপ্রিয় নাট্যকার, নাট্য ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ূন আহমেদের ৫ম মৃতুবার্ষিকী ছিল আজ।
এ উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা, দোয়া ও মোনাজাত করেছেন স্ত্রী মেহের আফরোজ শাওন, ছেলে নিশাদ, নিনিত, লেখকের পরিবার-পরিজন ও হুমায়ূন ভক্তরা। আজ বেলা ১২টার দিকে লেখকের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এরপর মাওলানা মজিবুর রহমান বিশেষ দোয়া ও মোনাজাত করেন। এর আগে সকাল থেকেই বৃষ্টি উপেক্ষা করে ঢাকা, গাজীপুর ও আশপাশের এলাকা থেকে শত শত হুমায়ূন ভক্ত নুহাশপল্লীতে ভিড় করেন। তাদের অনেকেই প্রিয় লেখকের কবরে ফুল দেন এবং নিশ্চুপ দাঁড়িয়ে থেকে তার আত্মার মাগফিরাত কামনা করেন।
এদিকে হলুদ পাঞ্জাবি ও গেঞ্জি পরিহিত বেশ কি’জন ‘হিমু’ নুহাশপল্লীতে যান। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরাও নুহাশপল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করেন।
আকাশ নিউজ ডেস্ক 

























