অাকাশ জাতীয় ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ থানা পুলিশ গতকাল শনিবার মাওলানা তাহের নঈম (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে। টেকনাফের রোহিঙ্গা শিবিরের ত্রাণ ও পূণর্বাসন কাজ পরিচালনায় স্থাপিত স্থানীয় আওয়ামী লীগ অফিসের মালামাল লুঠ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রীর ছবি অবমাননার অভিযোগে এই মাওলানাকে আটক করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
পুলিশ সুত্রে জানা গেছে, মাওলানা তাহের নঈম বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের টেকনাফ উপজেলার সভাপতি ছিলেন। তিনি ২০০৫ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়েই জঙ্গি সম্পৃত্তার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন। তার বিরুদ্ধে সেই সময়েও রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ আনা হয়েছিল। টেকনাফ থানার হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির তদানীন্তন ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বর্তমানে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া গতকাল সন্ধ্যায় কালের কন্ঠকে এ তথ্য নিশ্চিত করেন।
টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল বাশার জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে রাখাইনের নির্যাতিত রোহিঙ্গার অনুপ্রবেশ বেড়ে গেলে সীমান্ত এলাকায় বহু সংখ্যক অস্থায়ী রোহিঙ্গা শিবির খোলা হয়। এসব শিবিরের দেখভাল করার জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দ্দেশে প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রোহিঙ্গা শিবির এলাকায় অফিস খোলা হয়।
এরই ধারবাহিকতায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে উনচিপ্রাং নামক বাস স্টেশনে একটি অফিস খোলা হয়। রোহিঙ্গা শিবিরের ত্রাণ ও পূর্ণবাসন কার্যক্রম তদারকির জন্য খোলা ইউনিয়ন অফিসটিতে লাগানো হয়েছিল বৈদ্যুতিক ফ্যান। সেখানে ছিল চেয়ার-টেবিল ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি।
সেই সময় অফিসটি উদ্ভোধন করেছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
হোয়াইক্যং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন সিকদার কালের কন্ঠকে জানান- গত শুক্রবার রাতে মাওলানা তাহের নঈমের নেতৃত্বে ২০/২৫ জনের বিএনপি-জামায়াত কর্মীরা আমাদের অফিসে হামলা চালিয়ে ভাংচুর করেন। তারা অফিসের যাবতীয় মালমাল লুঠ করে নেয়। এমনকি এই দুর্বৃত্তরা এক পর্যায়ে জাতির জনক ও প্রধানমন্ত্রীর ছবিতে গোবর লেপন করে জঘন্য অপরাধ করেন।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাঈনুদ্দিন খান জানিয়েছেন- আমি অভিযোগ পেয়ে আজ (গতকাল) সরেজমিন গিয়ে দেখেছি আওয়ামী লীগের অফিসটিতে যা করা হয়েছে তা জঘন্য ঘটনা। আটক মাওলানা তাহের নঈম অকপটে ঘটনার কথা স্বীকারও করেছেন। ’ তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা সহ আরো অন্যান্য অপরাধের অভিযোগেও মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।
আকাশ নিউজ ডেস্ক 
























