অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, যশোর বিমান বন্দর সম্প্রসারণ এবং আধুনিকায়নের জন্য সর্বোচ্চ উদ্যোগ নেয়া হবে। কারণ এটার সাথে কেবল আঞ্চলিক স্বার্থ নয় বরং জাতীয় স্বার্থ জড়িত। এছাড়া যশোরে ফ্লাইট সংখ্যা বাড়ানোর বিষয়টিও বিবেচনাধীন আছে।
শুক্রবার সকালে যশোর ওয়ার্কার্স পার্টি কার্যালয়ে বিভিন্ন দাবিতে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের স্মারকলিপির প্রেক্ষিতে এসব কথা বলেন মন্ত্রী। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েনের পক্ষে মতিয়ার রহমান, যশোর চেম্বার অব কমার্সের পক্ষে শাহীন চৌধুরী।
এদিকে, যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির প্রতিনিধিবৃন্দ মন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে আগামী ডিসেম্বরে জিলা স্কুলের ১৮০তম প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নেয়ার জন্য আমন্ত্রণ জানান। মন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করেন এবং নির্ধারিত রেজিষ্ট্রেশন পত্রে সাক্ষর করেন। এসময় যশোর জিলা স্কুল প্রাক্তন ছাত্র সমিতির পক্ষে এজেডএম সালেক, ইয়াসিন আলী, পলাশ হোসেন, অনুপ কুমার পিন্টু উপস্থিত ছিলেন।
এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ, জাকির হোসেন হবি, জিল্লুর রহমান ভিটু, মোস্তাফিজুর রহমান কাবুল, নাজিম উদ্দিন, ইসরারুল হক, ইউনুস তালুকদার, যুবনেতা শেখ আলাউদ্দিন, মঞ্জুরুল আলম, খবির শিকদার, শফিকুল ইসলাম, ছাত্রনেতা রাশেদ খান, শ্যামল শর্মা প্রমুখ।
আকাশ নিউজ ডেস্ক 



















