অাকাশ স্পোর্টস ডেস্ক:
উইম্বলডন টেনিসে পুরুষ দ্বৈতের শিরোপা জিতলেন পোল্যান্ডের লুকাজ কুবত ও ব্রাজিলের মার্সেলো মেলো জুটি। অস্ট্রিয়ার মারাক ও ক্রোয়েশিয়ার মেট পাভিচকে হারিয়ে শ্রেষ্ঠত্বের প্রমাণ দেন কুবত-মেলো জুটি।
চার ঘণ্টা ৪১ মিনিট স্থায়ী ম্যারাথন ফাইনালে কুবত-মেলো জুটি ৫-৭, ৭-৫, ৭-৬ (৭/২), ৩-৬, ১৩-১১ গেমে মারাক-পাভেচ জুটিকে পরাজিত করেন। গেল ২০ বছরের মধ্যে এই নিয়ে চতুর্থবারের মত পুরুষদের বিভাগের দ্বৈত ফাইনালটি নিষ্পত্তি হলো পাঁচ সেটে।১৯৯২ সালের পর কোন ফাইনালের পঞ্চম সেটটি দীর্ঘ সময় পর স্থায়ীই হয়। ১৯৯২ সালে জন ম্যাকএনরো-মাইকেল স্টিচ জুটি ১৯-১৭ গেমে হারিয়েছিলেন জিম গ্রাব-রিচি রেনেবার্গ জুটিকে। ঐ ফাইনালটি স্থায়ী ছিলো ৫ ঘণ্টা ১ মিনিট।
আকাশ নিউজ ডেস্ক 
























