অাকাশ জাতীয় ডেস্ক:
গাজীপুরে তথ্য ও প্রযুক্তি বিভাগে কর্মরত যুগ্ম সচিবের গাড়িচাপায় জান্নাত নামের চার বছরের এক শিশু নিহত হয়েছে। জান্নাত টাঙ্গাইলের মো. জামাল উদ্দিনের মেয়ে।
শনিবার সন্ধ্যায় গাজীপুর সদর উপজেলার পিরুজালী সবুর মার্কেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে। পুলিশ লাশটি উদ্ধার করে। যুগ্ম সচিব মো. শাহাদৎ হোসেন ও তার গাড়ি হোতাপাড়া পুলিশ ক্যাম্পে নেয়া হয়েছে।
পিরুজালী ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. রফিকুল ইসলাম জানান, শিশু জান্নাতের বাবা সপরিবারে তার শ্বশুর স্থানীয় সবুর মিয়ার বাড়িতে থাকেন। তারা এক পোশাক কারখানায় চাকরি করেন।
যুগ্ম সচিব মো. শাহাদৎ হোসেন কয়েক বন্ধুকে নিয়ে শনিবার গাজীপুরের পিরুজালী এলাকার নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের কবর জিয়ারত করতে ও বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে তাকে বহনকারী গাড়িটি শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পিরুজালী সবুর মার্কেট এলাকায় রাস্তা পারাপারের সময় জান্নাতকে চাপা দেয়। এতে শিশুটি ঘটনাস্থলে নিহত হয়।
আকাশ নিউজ ডেস্ক 

























