অাকাশ বিনোদন ডেস্ক:
বলিউডের আলোচিত ছবি ‘পদ্মাবতী’ ছবির প্রথম গানটি মুক্তি দেয়া হয়েছে। ‘গুমর’ শিরোনামের এ গানটি গেয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। তার গানের তালে নাচতে দেখা গেছে পদ্মাবতীর নাম ভূমিকায় অভিনয় করা দীপিকা পাড়ুকোনকে।
নায়িকা দীপিকা পাড়ুকোন বলেন, ‘গুমর’ গানটির সঙ্গে নাচাটা অনেক কঠিন ছিল । তারপরও কাজটা সাফল্যের সঙ্গে করতে পেরেছি এ জন্য খুব ভালোও লাগছে। এই নাচে আমার সঙ্গে যারা সহশিল্পাী হিসেবে ছিল তারা অনেক সহযোগিতা করেছে।
সঞ্জয় লীলা বানশালি পরিচালিত এ ছবিটি মুক্তি পাচ্ছে ১ ডিসেম্বর। নায়িকা দীপিকা পাড়ুকোন সহ এতে আরো অভিনয় করছেন রণবীর সিং ও শহীদ কাপুর।
আকাশ নিউজ ডেস্ক 
























