ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচনে ৫ লাখ ৫৫ হাজার আনসার-ভিডিপি দায়িত্ব পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা কুড়িগ্রামের রৌমারী সীমান্তে গুলি ছুড়ে যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ ইরানি কর্তৃপক্ষকে ‘সর্বোচ্চ সংযম’ প্রদর্শনের আহ্বান জাতিসংঘ মহাসচিবের দাঁড়িপাল্লার পক্ষে না থাকলে মাহফিল শোনার দরকার নেই :জামায়াতের আমির মো. মিজানুর রহমান বনশ্রীতে স্কুলছাত্রী খুনের ঘটনায় রেস্তোরাঁ কর্মী মিলন গ্রেপ্তার নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ : মির্জা ফখরুল ইরানে বিরুদ্ধে ‘কঠোর’ পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের এসএসসি-এইচএসসি পরীক্ষার সময়সূচি জানাল শিক্ষা বোর্ড ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী

সাকিবের মতোই হোক বাকিদের আত্মবিশ্বাস

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরের একবারে শেষ পর্বে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। আজ ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগের দুবারের মতো এবারও টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরে কোনো ইতিবাচক দিক নেই। পুরো সিরিজে একের পর এক ম্যাচ হেরে ক্লান্ত ক্রিকেটাররা। দেশে ফিরতে পারলেই যেন কিছুটা স্বস্তি ফিরে পান তাঁরা। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এখনো চনমনে। প্রোটিয়াদের হারানোর বিষয়ে বেশ আশাবাদী মনে হলো তাঁকে। দলের বাকিদের মধ্যেও এই আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে হবে ক্রিকেটের সেরা এই অলরাউন্ডারকে। সাকিব নিজেও এই বিষয় উপলব্ধি করেছেন।

ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সতীর্থদের মধ্যে সম্প্রীতির ডাক দিলেন সাকিব। তিনি বলেন, ‘দলকে উজ্জীবিত করাই এখন আমার মূল কাজ। সবাইকে মোটিভেট করতে হবে। ম্যাচে জিততে হলে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে সবাইকে। পুরো দল হয়েই খেলতে হবে।’

যেকোনো ফরম্যাটের পারফরম্যান্সেই দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে হাল ছাড়তে নারাজ সাকিব। তাঁর দলে প্রোটিয়াদের মতো বিগ হিটিং ক্রিকেটার নেই, এটা সাকিব জানেন। তবে যাঁরা আছেন, তাঁদের দিয়েই দক্ষিণ আফ্রিকা-বধের চিন্তা করছেন তিনি। সাকিব বলেন, “আমাদের তেমন ‘বিগ হিটার’ নেই। তাই প্রতিটি কাজ ভালোভাবে করতে হবে। চেষ্টার কমতি হলে কিন্তু ম্যাচে ফেরা যাবে না। তাঁদের কোনো সুযোগ দেওয়া চলবে না। তাহলেই আমাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে বলেকয়ে হারানোর মতো দল বাংলাদেশ নয়, এটা বোঝেন সাকিব। তবে ম্যাচ জেতার মতো ক্রিকেটার রয়েছে বাংলাদেশের, সেটাই কাজে লাগাতে চান তিনি। সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ নয়। অনেক সময় টি-টোয়েন্টিতে দু-একজন ভালো খেললেই ম্যাচ জেতা সম্ভব। সেই সুযোগটাই নিতে হবে আমাদের। আর ২০ ওভারের ম্যাচে খুব বেশি ভাবার সময় নেই। এখানে কেউ কারো চেয়ে কম না। সে ক্ষেত্রে আমাদের জয়ের সম্ভাবনাও রয়েছে।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরের প্রতিটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। শেষ পর্বটা যাতে রঙিন হয়, সে চেষ্টাই করছেন সাকিব আল হাসান। বাকি ক্রিকেটাররা সাকিবের মতো ইতিবাচক মনোভাব নিয়ে নামলে সিরিজে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব হওয়ার কথা নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেই মামলা থেকে অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন

সাকিবের মতোই হোক বাকিদের আত্মবিশ্বাস

আপডেট সময় ১১:২৩:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭

আকাশ স্পোর্টস ডেস্ক:

দক্ষিণ আফ্রিকা সফরের একবারে শেষ পর্বে রয়েছে বাংলাদেশ জাতীয় দল। আজ ব্লুমফন্টেইনে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে সাকিব আল হাসানের দল। আগের দুবারের মতো এবারও টাইগারদের দক্ষিণ আফ্রিকা সফরে কোনো ইতিবাচক দিক নেই। পুরো সিরিজে একের পর এক ম্যাচ হেরে ক্লান্ত ক্রিকেটাররা। দেশে ফিরতে পারলেই যেন কিছুটা স্বস্তি ফিরে পান তাঁরা। তবে টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান এখনো চনমনে। প্রোটিয়াদের হারানোর বিষয়ে বেশ আশাবাদী মনে হলো তাঁকে। দলের বাকিদের মধ্যেও এই আত্মবিশ্বাস ছড়িয়ে দিতে হবে ক্রিকেটের সেরা এই অলরাউন্ডারকে। সাকিব নিজেও এই বিষয় উপলব্ধি করেছেন।

ব্লুমফন্টেইনে শুরু হতে যাওয়া প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে সতীর্থদের মধ্যে সম্প্রীতির ডাক দিলেন সাকিব। তিনি বলেন, ‘দলকে উজ্জীবিত করাই এখন আমার মূল কাজ। সবাইকে মোটিভেট করতে হবে। ম্যাচে জিততে হলে ইতিবাচক মনোভাব বজায় রাখতে হবে সবাইকে। পুরো দল হয়েই খেলতে হবে।’

যেকোনো ফরম্যাটের পারফরম্যান্সেই দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ পিছিয়ে বাংলাদেশ। তবে হাল ছাড়তে নারাজ সাকিব। তাঁর দলে প্রোটিয়াদের মতো বিগ হিটিং ক্রিকেটার নেই, এটা সাকিব জানেন। তবে যাঁরা আছেন, তাঁদের দিয়েই দক্ষিণ আফ্রিকা-বধের চিন্তা করছেন তিনি। সাকিব বলেন, “আমাদের তেমন ‘বিগ হিটার’ নেই। তাই প্রতিটি কাজ ভালোভাবে করতে হবে। চেষ্টার কমতি হলে কিন্তু ম্যাচে ফেরা যাবে না। তাঁদের কোনো সুযোগ দেওয়া চলবে না। তাহলেই আমাদের জয়ের সম্ভাবনা অনেক বেড়ে যাবে।”

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে বলেকয়ে হারানোর মতো দল বাংলাদেশ নয়, এটা বোঝেন সাকিব। তবে ম্যাচ জেতার মতো ক্রিকেটার রয়েছে বাংলাদেশের, সেটাই কাজে লাগাতে চান তিনি। সাকিব বলেন, ‘দক্ষিণ আফ্রিকাকে হারানো সহজ নয়। অনেক সময় টি-টোয়েন্টিতে দু-একজন ভালো খেললেই ম্যাচ জেতা সম্ভব। সেই সুযোগটাই নিতে হবে আমাদের। আর ২০ ওভারের ম্যাচে খুব বেশি ভাবার সময় নেই। এখানে কেউ কারো চেয়ে কম না। সে ক্ষেত্রে আমাদের জয়ের সম্ভাবনাও রয়েছে।’

এবারের দক্ষিণ আফ্রিকা সফরের প্রতিটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। শেষ পর্বটা যাতে রঙিন হয়, সে চেষ্টাই করছেন সাকিব আল হাসান। বাকি ক্রিকেটাররা সাকিবের মতো ইতিবাচক মনোভাব নিয়ে নামলে সিরিজে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকাকে হারানো অসম্ভব হওয়ার কথা নয়।