আকাশ স্পোর্টস ডেস্ক:
সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ ও ওয়ানডে সিরিজের হেরেছে সফরকারী বাংলাদেশ। এই শোচনীয় পরাজয়ের গ্লানি মুছে ফেলতে সফরকারীরা গুরুত্ব দিচ্ছে টি-টোয়েন্টি মিশনকে। আর এই লক্ষ্য নিয়েই বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামছে সাকিব আল হাসানের দল।
মানসিকভাবে ভেঙে পড়েছে টিম বাংলাদেশ। আর এই সময় নিজের দায়িত্বটাও বুঝে গেছেন টাইগার অধিনায়ক। বুধবার সংবাদ সম্মেলনে সে কথাই বললেন সাকিব। এ সময় বিশ্বসেরা এই অল রাউন্ডারে বলেন, ‘দলকে উজ্জীবিত করাই এখন আমার মূল দায়িত্ব।। ’
অধিনায়ক আরো বললেন, ‘দক্ষিণ আফ্রিকা অনেক কঠিন আমাদের জন্য। উপমহাদশের যে কোন দলের জন্য। আমাদের যেহেতু হারানোর কিছু নেই। এটাই আমাদের একটা সুযোগ। একটাই লক্ষ্য, খেলতে নামলে সবাই যেন ভাবে একটা দল হিসেবে খেলছে এবং তারা তাদের সাধ্য মতো চেষ্টা করবে। ’
তিনি বলে, ‘টি-টোয়েন্টিতে এখানে উইকেট ভালো হবে এটাই স্বাভাবিক। হাই স্কোরিং ম্যাচ হওয়ার সম্ভাবনা বেশি। সেই দিক থেকে দুই দলের কোন দলের বোলিংটা ভালো হবে সেটা অনেক গুরুত্বপূর্ণ হয়ে যায় ম্যাচ জেতার ক্ষেত্রে। একই সঙ্গে আমার মনে হয় টি-টোয়েন্টি ম্যাচের ক্ষেত্রে ফিল্ডিংটা সব থেকে গুরুত্বপূর্ণ। আর এটা যদি আমরা ঠিকঠাক ভাবে করতে পারি তাহলে আমাদের অনেক আত্মবিশ্বাস জন্ম নেবে এবং আমরা ভালোভাবে এই দু`টো ম্যাচ শেষ করতে পারবো।’
আকাশ নিউজ ডেস্ক 
























