আকাশ স্পোর্টস ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথমে টেস্টে এবং পরে ওয়ানডেতে হোয়াইট ওয়াশের পর গভীর হতাশায় ভোগছেন বাংলাদেশের ক্রিকেটাররা। কিন্তু বাংলাদেশের হঠাত এমন হওয়ার কি কারন হতে পারে ? এমন প্রশ্ন করছেন অনেকেই।
এদিকে আজ ২৬ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি শুরু হতে যাচ্ছে। আবার গত এপ্রিলে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে টি-টুয়েন্টি থেকে অবসর নেন মাশরাফি। অর্থাৎ মাশরাফি বিহীন প্রথম টি-টোয়েন্টি খেলতে যাছে বাংলাদেশ। অন্যদিকে ইঞ্জুরির কারনে অনেক আগেই ছিটকে পড়েছেন তামিম ও মুস্তাফিজুর। বাংলাদেশের বড় তিনজন তারকাকে ছাড়া আজকের ম্যাচ কেমন করবে বাংলাদেশ তাই নিয়ে অনেকেই সন্দিহান।
উল্লেখ্য, আজ- প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি শুরু হবে ব্লোয়েমফন্টেইন এ। বাংলাদেশ সময় রাত দশটায়। ম্যাচটি সরাসরি দেখাবে জি টিভি,মাছরাঙ্গা টেলিভিশন। তাহলে একজ নজরে দেখে নিই টি-টোয়েন্টিতে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার সংক্ষিপ্ত ইতিহাস-
টি-টোয়েন্টিতে বাংলাদেশ
দলীয় সর্বোচ্চ : ১৯০/৫, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে, বেলফাস্ট (জয় ৭১ রানে)
দলীয় সর্বনিম্ন : ৭০/১০, নিউজিল্যান্ডের বিপক্ষে, ২০১৬ সালে, ইডেন গার্ডেন, কলকাতা, (হার ৫৭ রানে)
সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস : ১০৩*, তামিম ইকবাল, ওমানের বিপক্ষে, ২০১৬ সালে, ধর্মশালা
সর্বোচ্চ রান : ১২৫৭, তামিম ইকবাল, ৫৯ ম্যাচ, গড় ২৩.২৮
সেরা বোলিং : ইলিয়াস সানি, ৫/১৩, আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০১২ সালে, বেলফাস্ট
সর্বোচ্চ উইকেট : ৬৯টি, সাকিব আল হাসান, ৫৯ ম্যাচ। ইকনোমি রেট : ৬.৮১
টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকা
দলীয় সর্বোচ্চ : ২৪১/৬, ইংল্যান্ডের বিপক্ষে, ২০০৯ সালে, সেঞ্চুরিয়ন, বেলফাস্ট (জয় ৮৪ রানে)
দলীয় সর্বনিম্ন : ১০০/১০, পাকিস্তানের বিপক্ষে, ২০১৩ সালে, সেঞ্চুরিয়ন, (হার ৯৪ রানে)
সর্বোচ্চ ব্যাক্তিগত ইনিংস : ১১৯, ফ্যাফ ডু প্লেসিস, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১৫ সালে, জোহানেসবার্গ
সর্বোচ্চ রান : ১৬৮৩, জেপি ডুমিনি, ৭১ ম্যাচ, গড় ৩৮.২৫
সেরা বোলিং : ম্যাক্লারেন, ৫/১৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, ২০১০ সালে, অ্যান্টিগা
সর্বোচ্চ উইকেট : ৫৮টি, ডেল স্টেইন, ৪২ ম্যাচ। ইকনোমি রেট : ৬.৭২
আকাশ নিউজ ডেস্ক 
























