অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:
সৌদি আরবের যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বিন আব্দুল আজীজ আল-সউদ নতুন এক বিশাল প্রজেক্ট বাস্তবায়নের ঘোষণা দিয়েছেন। ঘোষণাকৃত এ প্রকল্প বাস্তবায়ন করতে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করা হবে।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা (ওআইস) জানিয়েছে, এই প্রকল্পের নাম দেয়া হয়েছে ‘নিউম’ এবং এই প্রকল্পের ভূখণ্ডের আয়তন হবে ২৬ হাজার ৫০০ কিলোমিটার জুড়ে। এ হিসেবে প্রকল্পে থাকছে সৌদি আরবের উত্তরাংশ, জর্ডান এবং মিসর।
ওআইস জানিয়েছে, প্রকল্পের আওতায় মোট নয়টি খাতে বিনিয়োগ করা হবে। মানব সভ্যতার ভবিষ্যতকে লক্ষ্য রেখেই এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
নয়টি খাতের মধ্যে থাকছে, পানি ও জ্বালানি, খাদ্য, পরিবহন, বায়োটেকনোলজি, ডিজিটাল সাইন্স এবং প্রযুক্তি, উন্নত শিল্প, মিডিয়া এবং মিডিয়া প্রডাক্ট, বিনোদন ও জীবিকার ভবিষ্যত।ওয়াইস আরো জানিয়েছে, নিউম প্রকল্প বাস্তবায়নের জন্য যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্বে নতুন একটি টিম গঠন করা হয়েছে।
এ প্রকল্প বাস্তবায়নের জন্য সৌদি আরবের পক্ষ থেকে ৫০০ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করা হবে। পাশাপাশি আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিনিয়োগকারীদের সহযোগিতা করা হবে।
আকাশ নিউজ ডেস্ক 























