অাকাশ জাতীয় ডেস্ক:
চট্টগ্রাম নগরীর সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে অর্ধ শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে বন্দর কর্তৃপক্ষ। বুধবার (১৮ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের অথরাইজড অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইদুল আরিফ অভিযান চালিয়ে দোকানগুলো উচ্ছেদ করেন।
দোকান উচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সাইদুল আরিফ বলেন, ‘দুপুরে সল্টগোলা থেকে ঈশান মিস্ত্রির হাট পর্যন্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ওই সড়কের দুই পাশে বন্দরের জমিতে অবৈধভাবে নির্মিত অর্ধ শতাধিক দোকান উচ্ছেদ করা হয়।
ভেঙে দেওয়া দোকানগুলোতে মাছ, মাংস ও পান, সিগারেট বিক্রি করা হতো।’ অভিযানে বন্দরের নিরাপত্তা সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরাও সহযোগিতা করেছে।
আকাশ নিউজ ডেস্ক 
























