ঢাকা ১২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

প্রেমের প্রতীক তাজমহলের ছবি ভুল করেও দেওয়ালে টাঙাবেন না

অাকাশ নিউজ ডেস্ক:

নিজের বাড়িকে সুন্দরভাবে সাজাতে কে না চায়? আর তার জন্য গাঁটের কড়ি খরচ করে অনেকেই অনেক কিছু দামী দামী জিনিস কিনে ঘর সাজান৷ অ্যান্টিক জিনিসপত্রের খোঁজ করে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলেন৷ আপনারা হয়তো অনেকেই জানেন না৷ আপনার চারপাশে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিস থেকে এনার্জি বেরিয়ে আসে৷ যা আপনার জীবনকে প্রভাবিত করে৷ এই সমস্ত এনার্জিই আপনাকে চালনা করে৷ এই কারণেই যাদের চারপাশে ইতিবাচক অরা থাকে, তাদের আশেপাশেই থাকা উচিত৷

বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার বাড়িতে থাকা আলমারি, ওয়াল পেইন্টিং, কুশন এবং এই সমস্ত জিনিসগুলির উপরই নির্ভর করে আপনার জীবন ঠিক কোনপথে কোনদিকে এগিয়ে যাবে৷ পাশাপাশি সঠিক জায়গায় রাখার উপরও নির্ভর করে নির্ভর করছে কি ধরনের জিনিস কোথায় রাখা উচিত৷ কিন্তু এই বিষয়টিতেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা৷ এই পাঁচটি ছবি আপনার জীবনে দুর্ভাগ্য এবং নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারে৷

১) নটরাজের মূর্তির পেইন্টিং ঘরের জন্য খুবই অশুভ৷

২) বাড়ির দেওয়ালে কখনই কোনও ডুবন্ত জাহাজ, নৌকার ছবি রাখা উচিত নয়৷

৩) বয়ে যাওয়া জলের ছবি কখনই দেওয়ালে টানানো উচিত নয়৷ এটির মানে আপনার জীবন অস্থায়িত্ব৷ যেমন নদী, ঝরণা এই সমস্ত ছবি টানাতে নেই দেওয়ালে৷

৪) হিংস্র কোনও প্রাণীর ছবি দেওয়ালে টানাতে নেই৷ এটি দেখতে হয়তো খুবই ভালো লাগে৷ কিন্তু এই ধরনের ছবি দাম্পত্য কলহের সূত্রপাত করে৷

৫) তাজমহল৷ নি:সন্দেহে এটি অসাধারণ সুন্দর একটি স্থাপত্যশিল্প৷ কিন্তু এই তাজমহলের ছবিই মৃত্যু এবং ধ্বংসের সূত্রপাত করে৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের প্রতীক তাজমহলের ছবি ভুল করেও দেওয়ালে টাঙাবেন না

আপডেট সময় ১১:৩৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

নিজের বাড়িকে সুন্দরভাবে সাজাতে কে না চায়? আর তার জন্য গাঁটের কড়ি খরচ করে অনেকেই অনেক কিছু দামী দামী জিনিস কিনে ঘর সাজান৷ অ্যান্টিক জিনিসপত্রের খোঁজ করে ঘরের সৌন্দর্য বাড়িয়ে তোলেন৷ আপনারা হয়তো অনেকেই জানেন না৷ আপনার চারপাশে যে সমস্ত জিনিসপত্র রয়েছে সেই সমস্ত জিনিস থেকে এনার্জি বেরিয়ে আসে৷ যা আপনার জীবনকে প্রভাবিত করে৷ এই সমস্ত এনার্জিই আপনাকে চালনা করে৷ এই কারণেই যাদের চারপাশে ইতিবাচক অরা থাকে, তাদের আশেপাশেই থাকা উচিত৷

বাস্তুশাস্ত্র অনুযায়ী, আপনার বাড়িতে থাকা আলমারি, ওয়াল পেইন্টিং, কুশন এবং এই সমস্ত জিনিসগুলির উপরই নির্ভর করে আপনার জীবন ঠিক কোনপথে কোনদিকে এগিয়ে যাবে৷ পাশাপাশি সঠিক জায়গায় রাখার উপরও নির্ভর করে নির্ভর করছে কি ধরনের জিনিস কোথায় রাখা উচিত৷ কিন্তু এই বিষয়টিতেও রয়েছে বেশ কিছু নিষেধাজ্ঞা৷ এই পাঁচটি ছবি আপনার জীবনে দুর্ভাগ্য এবং নেগেটিভ এনার্জি নিয়ে আসতে পারে৷

১) নটরাজের মূর্তির পেইন্টিং ঘরের জন্য খুবই অশুভ৷

২) বাড়ির দেওয়ালে কখনই কোনও ডুবন্ত জাহাজ, নৌকার ছবি রাখা উচিত নয়৷

৩) বয়ে যাওয়া জলের ছবি কখনই দেওয়ালে টানানো উচিত নয়৷ এটির মানে আপনার জীবন অস্থায়িত্ব৷ যেমন নদী, ঝরণা এই সমস্ত ছবি টানাতে নেই দেওয়ালে৷

৪) হিংস্র কোনও প্রাণীর ছবি দেওয়ালে টানাতে নেই৷ এটি দেখতে হয়তো খুবই ভালো লাগে৷ কিন্তু এই ধরনের ছবি দাম্পত্য কলহের সূত্রপাত করে৷

৫) তাজমহল৷ নি:সন্দেহে এটি অসাধারণ সুন্দর একটি স্থাপত্যশিল্প৷ কিন্তু এই তাজমহলের ছবিই মৃত্যু এবং ধ্বংসের সূত্রপাত করে৷