অাকাশ জাতীয় ডেস্ক:
প্রধান বিচারপতি এস কে সিনহা ছুটিতে অস্ট্রেলিয়া যাওয়ার জন্য রওনা হওয়ার আগে বলেছেন, তিনি অসুস্থ নন, তিনি আবার ফিরে আসবেন।
তিনি বলেন, ‘আমি অসুস্থ না। আমি সাময়িকভাবে যাচ্ছি। আবার ফিরে আসবো। বিচার বিভাগ যেন বিব্রত না হয়। আমার ধারণা, সরকারকে ভুল বোঝানো হয়েছে।’
সুপ্রিম কোর্টর প্রটোকাল কর্মকর্তারা জানিয়েছেন, বিচারপতি সিনহা ও তার স্ত্রী সুষমা সিনহা রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ায় তার মেয়ে সূচনা সিনহার বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইনসের এসকিউ ৪৪৭ নম্বর ফ্লাইটে করে যাওয়ার কথা রয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় ভোর ছয়টা দিকে তিনি সিঙ্গাপুরে পৌঁছাবেন। সেখানে ঘণ্টা খানেক যাত্রাবিরতির পর অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন প্রধান বিচারপতি।
আকাশ নিউজ ডেস্ক 



















