ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভাবতে পারছেন? ইনি ছ’মাসের গর্ভবতী

অাকাশ নিউজ ডেস্ক:

বর্তমানে ‘বেবি বাম্প’ একটা ফ্যাশন স্টেটমেন্ট। করিনা কাপুর থেকে লিসা হেডেন- কেউ বাদ নেই সেই তালিকায়। বেবি বাম্প নিয়ে র‍্যাম্পে হাঁটতেও দেখা যাচ্ছে অনেককে। তবে এবার ছ’মাসের গর্ভবতী মহিলা যে ছবি পোস্ট করলেন তা দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া।

কোমরে কোনও মেদ তো দূর থাক, যাকে বলে একেবারে চাঁচাছোলা পেট। রয়েছে অ্যাবস। সুগঠিত শরীরে বেবি বাম্পের উঁকিও নেই। অথচ ইনিই নাকি ছ’মাসের গর্ভবতী। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অনেকের প্রশ্ন, কোথায় লুকিয়ে রেখেছেন সন্তানকে? গর্ভে রয়েছে ২৪ সপ্তাহের সন্তান। দেখে সত্যিই বিশ্বাস করা মুস্কিল। ইনস্টাগ্রাম জুড়ে তাঁর বিকিনি পরা ছবি এখন ভাইরাল।

লস অ্যাঞ্জেলসের ৩৩ বছরের এই মডেলের না, সারা স্টেগ। শুধু বিকিনি পরাই নয়, নগ্ন ছবিও পোস্ট করেছেন তিনি। তাঁর ছবি দেখে অনেকেই বিশ্বাস করছেন না যে তিনি গর্ভবতী। তবে এবারও প্রথম নয়, বছর দুয়েক আগে তাঁর প্রথম সন্তান হওয়ার সময়ও শিরোনামে এসেছিলেন তিনি। তাঁর সেই সন্তানের নাম জেমস। জেমসের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। সব সমালোচনার মুখে জবাব দিয়ে সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন সারা।

তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টে তিনি সবাইকে জবাব দিয়ে লিখেছেন যে তাঁর সন্তান সুস্থই রয়েছে। এক্সারসাইজের সময় তাঁর কোনও অসুবিধা হয় না। তাঁর সন্তানের উপরেও কোও প্রভাব পড়ে না। তবে অন্য মায়েদের পরামর্শ দেওয়ার জন্য বলেছেন কেউ যদি গর্ভবতী অবস্থায় এক্সারসাইজ করতে চান, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পোস্টাল ভোটে অনিয়ম করলে প্রবাসীদের দেশে ফেরত আনার হুঁশিয়ারি ইসির

ভাবতে পারছেন? ইনি ছ’মাসের গর্ভবতী

আপডেট সময় ১১:৪৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০১৭

অাকাশ নিউজ ডেস্ক:

বর্তমানে ‘বেবি বাম্প’ একটা ফ্যাশন স্টেটমেন্ট। করিনা কাপুর থেকে লিসা হেডেন- কেউ বাদ নেই সেই তালিকায়। বেবি বাম্প নিয়ে র‍্যাম্পে হাঁটতেও দেখা যাচ্ছে অনেককে। তবে এবার ছ’মাসের গর্ভবতী মহিলা যে ছবি পোস্ট করলেন তা দেখে তাজ্জব গোটা নেট দুনিয়া।

কোমরে কোনও মেদ তো দূর থাক, যাকে বলে একেবারে চাঁচাছোলা পেট। রয়েছে অ্যাবস। সুগঠিত শরীরে বেবি বাম্পের উঁকিও নেই। অথচ ইনিই নাকি ছ’মাসের গর্ভবতী। ইনস্টাগ্রামে সেই ছবি দেখে অনেকের প্রশ্ন, কোথায় লুকিয়ে রেখেছেন সন্তানকে? গর্ভে রয়েছে ২৪ সপ্তাহের সন্তান। দেখে সত্যিই বিশ্বাস করা মুস্কিল। ইনস্টাগ্রাম জুড়ে তাঁর বিকিনি পরা ছবি এখন ভাইরাল।

লস অ্যাঞ্জেলসের ৩৩ বছরের এই মডেলের না, সারা স্টেগ। শুধু বিকিনি পরাই নয়, নগ্ন ছবিও পোস্ট করেছেন তিনি। তাঁর ছবি দেখে অনেকেই বিশ্বাস করছেন না যে তিনি গর্ভবতী। তবে এবারও প্রথম নয়, বছর দুয়েক আগে তাঁর প্রথম সন্তান হওয়ার সময়ও শিরোনামে এসেছিলেন তিনি। তাঁর সেই সন্তানের নাম জেমস। জেমসের সঙ্গেও তাঁর ছবি রয়েছে। সব সমালোচনার মুখে জবাব দিয়ে সুস্থ সন্তানের জন্ম দিয়েছিলেন সারা।

তাঁর ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টে তিনি সবাইকে জবাব দিয়ে লিখেছেন যে তাঁর সন্তান সুস্থই রয়েছে। এক্সারসাইজের সময় তাঁর কোনও অসুবিধা হয় না। তাঁর সন্তানের উপরেও কোও প্রভাব পড়ে না। তবে অন্য মায়েদের পরামর্শ দেওয়ার জন্য বলেছেন কেউ যদি গর্ভবতী অবস্থায় এক্সারসাইজ করতে চান, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।