অাকাশ জাতীয় ডেস্ক:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, জাতীয় আয়ে বিশেষ অবদান রাখছে পর্যটন খাত। শুক্রবার বিকাল ৩টায় নড়াইলের কালিয়া উপজেলার পানিপাড়ায় অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, একজন পর্যটক আসা মানে ১১ জন মানুষের আয়-রোজগারের ব্যবস্থা হওয়া। তবু পর্যটন নিয়ে এ দেশের মানুষের মধ্যে কোনও সচেতনতা নেই। এছাড়া জননেত্রী শেখ হাসিনা ২০১৬, ২০১৭, ২০১৮ সালকে পর্যটন বর্ষ ঘোষণা করেছেন। পর্যটন শিল্পের গুরুত্ব বুঝতে হবে, এ শিল্পকে এগিয়ে নিতে হবে।
তিনি আরো বলেন, অরুনিমা রিসোর্ট সুন্দর এক পর্যটন কেন্দ্র করেছে। এ অঞ্চলের মানুষের জন্য এটি ভালোমানের এক বিনোদনকেন্দ্রও। এখানে একটি আধুনিক মানের গলফ ক্লাব তৈরি করা হয়েছে। পর্যটন শিল্পকে এগিয়ে নেওয়ার জন্য এই এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করতে কমিউনিটি টুরিজমের প্রতি আরও বেশি নজর দিতে হবে।
আকাশ নিউজ ডেস্ক 



















