ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা ‘ধর্মের নামে ব্যবসা করে যারা নির্বাচনে জিততে চায়, তারা এ দেশে আর কখনো গ্রহণযোগ্যতা পাবে না’:ফারুক পার্থকে ছেড়ে দিলেন বিএনপির প্রার্থী গোলাম নবী গণহত্যার বিচারে ধরনের কম্প্রোমাইজ নয়: প্রসিকিউটর তামিম স্ত্রীর কোনো স্বর্ণ নেই, তাহেরির আছে ৩১ ভরি স্বর্ণ নির্বাচনে ভোট ডাকাতি যেন আর কখনো না ঘটে, সে ব্যবস্থা করতে হবে : প্রধান উপদেষ্টা ইরানে অর্ধশতাধিক মসজিদ-১৮০ অ্যাম্বুলেন্সে আগুন দিয়েছে বিক্ষোভকারীরা নির্বাচনে ৩০ আসনে লড়বে এনসিপি: আসিফ মাহমুদ নির্বাচন বানচালে দেশবিরোধী শক্তি অপচেষ্টা ও সহিংসতা চালাচ্ছে : মির্জা আব্বাস বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুরুল হক নুর

গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলবেন তানজিম

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে এবারই প্রথম ওয়েস্টইন্ডিজে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামী ২৬ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

আর গ্লোবাল সুপার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এ টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। গায়ানার হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন তানজিম হাসান। যদি এ টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি, তবে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে তাকে।

তবে গ্লোবাল সুপার লিগে তানজিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর। তানজিম অবশ্য এখনো টেস্ট খেলেননি। এই সফরের টেস্ট দলেও না থাকলে তাই তার সুযোগ থাকবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এদিকে টেস্ট সিরিজের জন্য গায়ানা ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনা আছে। গায়ানার হয়ে খেলা শামার জোসেফ, গুড়াকেশ মোতিদের টেস্ট দলেও থাকার কথা। দেশের বাইরে এখনো কোনো লিগে না খেলা তানজিম দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। উইকেট নিয়েছেন ২০টি।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এমপি যদি সৎ হন, ঠিকাদারের বাপের সাধ্য নেই চুরি করার: রুমিন ফারহানা

গ্লোবাল সুপার লিগে গায়ানার হয়ে খেলবেন তানজিম

আপডেট সময় ০৭:৫৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

পাঁচ দেশের পাঁচটি দল নিয়ে এবারই প্রথম ওয়েস্টইন্ডিজে গ্লোবাল সুপার লিগ টুর্নামেন্ট শুরু হচ্ছে। আগামী ২৬ নভেম্বর এ টুর্নামেন্ট শুরু হয়ে শেষ হবে ৭ ডিসেম্বর। গায়ানার পাশাপাশি এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশের রংপুর রাইডার্স, পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার ও অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া।

আর গ্লোবাল সুপার এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের পেসার তানজিম হাসান। এ টুর্নামেন্টে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে খেলবেন তিনি। গায়ানার হয়ে খেলার কথা নিশ্চিত করেছেন তানজিম হাসান। যদি এ টুর্নামেন্টে খেলার সুযোগ পান তিনি, তবে রংপুর রাইডার্সের বিপক্ষেও খেলতে হবে তাকে।

তবে গ্লোবাল সুপার লিগে তানজিমের খেলা নিয়ে শঙ্কা রয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই সময়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশ দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে।

সিরিজের প্রথম টেস্ট ২২ নভেম্বর। তানজিম অবশ্য এখনো টেস্ট খেলেননি। এই সফরের টেস্ট দলেও না থাকলে তাই তার সুযোগ থাকবে। ওয়ানডে সিরিজ শুরু হবে ৮ ডিসেম্বর।

টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ অনুষ্ঠিত হবে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে। ১১ ম্যাচের এই টুর্নামেন্টে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। লিগপর্ব শেষে শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে।

এদিকে টেস্ট সিরিজের জন্য গায়ানা ওয়েস্ট ইন্ডিজের বেশ কিছু ক্রিকেটারকে না পাওয়ার সম্ভাবনা আছে। গায়ানার হয়ে খেলা শামার জোসেফ, গুড়াকেশ মোতিদের টেস্ট দলেও থাকার কথা। দেশের বাইরে এখনো কোনো লিগে না খেলা তানজিম দেশের হয়ে ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছেন। উইকেট নিয়েছেন ২০টি।

বর্তমানে কিছুটা চোটে ভুগছেন তানজিম। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে কাঁধের চোটের কারণে তানজিমকে রাখা হয়নি।