ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬, ২৯ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট বনশ্রীতে স্কুলছাত্রী খুন,পুলিশের সন্দেহের তালিকায় পলাতক রেস্তোরাঁ কর্মী স্বৈরাচারের লোকেরা নির্বাচন ভণ্ডুলের চেষ্টা করবে: ড. মুহাম্মদ ইউনূস গাজীপুরে নবজাতকের লাশ নিয়ে কুকুরের টানাহ্যাঁচড়া, উদ্ধার করল পুলিশ ধর্মকে পুঁজি করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে, ধোঁকা দেওয়া হচ্ছে : খায়রুল কবির খোকন দলে বড় নাম থাকলেও জেতার জন্য সবাইকে আরও দায়িত্ব নিতে হবে: সোহান ২৫ জন বাংলাদেশিকে ক্ষমা করল আমিরাত দেশের ভবিষ্যত গড়ার জন্য গণভোটে ‘হ্যাঁ’ জয় নিশ্চিত করতে হবে : চরমোনাই পীর ব্যালটবাক্স ভরে কোনো নির্দিষ্ট প্রতীকের জয়ের সুযোগ নেই: রুমিন ফারহানা এইচএসসি পাসে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ , রোগী দেখেন দুই জেলায়

দল হিসেবে ব্যর্থ হয়েছি, অনেক ভুল করেছি

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজ জয়ের আশা আগেই শেষ হয়েছিল। মুম্বাইতে সিরিজ বাঁচানোর সুযোগ এসেছিল। ১৪৭ রান করলেই মান বাঁচানো যেত। কিন্তু ভারত সেটাও পারেনি। নিজেদের সুবিধার জন্য স্পিনবান্ধব উইকেট বানিয়ে উল্টো কিউইদের স্পিন-বিষেই ‘নীল’ হয়েছে তারা। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ২৫ রানের হারে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।

২৪ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর সরাসরি নিজেদের ভুল স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘সিরিজ হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনও সহজ নয়। এটি এমন কিছু, যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। আমরা পুরো সিরিজে অনেক ভুল করেছি। আমাদের এটা মানতে হবে।’

সফরকারী নিউজিল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি রোহিত, ‘সিরিজজুড়ে আমাদের চেয়ে ভালো খেলেছে নিউ জিল্যান্ড।’

মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষেও জয়ের পথে ছিল ভারত। অথচ তৃতীয় দিনে ব্যাটিং দুর্দশায় মামুলি লক্ষ্যও তাড়া করতে পারেনি দলটি। মুম্বাই টেস্ট কোথায় খেই হারিয়েছে ভারত, তা ধরিয়ে দিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করতে পারিনি এবং ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। এই ম্যাচে ৩০ (আসলে ২৮) রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল, কিছুটা এগিয়ে আছি। লক্ষ্যটা তাড়া করার মতো ছিল। প্রয়োগটা ঠিকঠাক করতে হতো, যেখানে আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি।’

সিরিজে দলীয় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোহিত। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রান ছাড়া আর একবারও বিশ ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে মাত্র ১৩ গড়ে তিনি করেন ৯১ রান।

নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি সেরা অবস্থায় ছিলাম না এবং ব্যাট হাতেও। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটিই আমার ভাবনা।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ট্রাম্পের হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন কিউবার প্রেসিডেন্ট

দল হিসেবে ব্যর্থ হয়েছি, অনেক ভুল করেছি

আপডেট সময় ০৭:২৭:৫৩ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০২৪

আকাশ স্পোর্টস ডেস্ক :

সিরিজ জয়ের আশা আগেই শেষ হয়েছিল। মুম্বাইতে সিরিজ বাঁচানোর সুযোগ এসেছিল। ১৪৭ রান করলেই মান বাঁচানো যেত। কিন্তু ভারত সেটাও পারেনি। নিজেদের সুবিধার জন্য স্পিনবান্ধব উইকেট বানিয়ে উল্টো কিউইদের স্পিন-বিষেই ‘নীল’ হয়েছে তারা। তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে ২৫ রানের হারে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে দলটি।

২৪ বছর পর ঘরের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর সরাসরি নিজেদের ভুল স্বীকার করেছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেছেন, ‘সিরিজ হেরে যাওয়া, টেস্ট ম্যাচ হেরে যাওয়া কখনও সহজ নয়। এটি এমন কিছু, যা সহজে হজম হয় না। তবে হ্যাঁ, আমরা নিজেদের সেরা ক্রিকেট খেলিনি। আমরা তা জানি এবং মানি। আমরা পুরো সিরিজে অনেক ভুল করেছি। আমাদের এটা মানতে হবে।’

সফরকারী নিউজিল্যান্ডকে প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি রোহিত, ‘সিরিজজুড়ে আমাদের চেয়ে ভালো খেলেছে নিউ জিল্যান্ড।’

মুম্বাই টেস্টে দ্বিতীয় দিন শেষেও জয়ের পথে ছিল ভারত। অথচ তৃতীয় দিনে ব্যাটিং দুর্দশায় মামুলি লক্ষ্যও তাড়া করতে পারেনি দলটি। মুম্বাই টেস্ট কোথায় খেই হারিয়েছে ভারত, তা ধরিয়ে দিয়ে রোহিত বলেছেন, ‘প্রথম ও দ্বিতীয় টেস্টে আমরা প্রথম ইনিংসে যথেষ্ট রান করতে পারিনি এবং ম্যাচে অনেক পিছিয়ে ছিলাম। এই ম্যাচে ৩০ (আসলে ২৮) রানের লিড পেয়েছিলাম। মনে হচ্ছিল, কিছুটা এগিয়ে আছি। লক্ষ্যটা তাড়া করার মতো ছিল। প্রয়োগটা ঠিকঠাক করতে হতো, যেখানে আমরা দল হিসেবে ব্যর্থ হয়েছি।’

সিরিজে দলীয় ব্যর্থতার পাশাপাশি ব্যক্তিগত ভাবেও পুরোপুরি নিষ্প্রভ ছিলেন রোহিত। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫২ রান ছাড়া আর একবারও বিশ ছুঁতে পারেননি ভারত অধিনায়ক। সব মিলিয়ে মাত্র ১৩ গড়ে তিনি করেন ৯১ রান।

নিজের পারফরম্যান্স এবং অধিনায়কত্ব নিয়ে রোহিতের মূল্যায়ন, ‘অধিনায়ক হিসেবেও দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি সেরা অবস্থায় ছিলাম না এবং ব্যাট হাতেও। ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এটিই আমার ভাবনা।’