অাকাশ নিউজ ডেস্ক:
শুক্রবার ভোর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে মদনপুর পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। যানজটের ফলে রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ যানবাহনে থাকা মানুষকে চরম দুর্ভোগে পড়েছে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার থেকে শুরু হওয়া যানজট রাত হয়ে শুক্রবার দুপুর পর্যন্ত যানজট সৃষ্টি হয়। সাপ্তাহিক ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে যওয়ায় স্বাভাবিক গতিতে যানবাহন চলতে পারছে না বলে এ যানজট সৃষ্টি হয়। এদিকে, মহাসড়কের চার লেনের গাড়িগুলো ধীর গতিতে মেঘনা সেতুতে পারাপারই এ যানজট সৃষ্টির মূল কারণ। দাউদকান্দি মেঘনা-গোমতি সেতুর স্কেলে হালকা যানজট থাকলেও গজারিয়া অংশে যানজট তীব্র আকার ধারণ করে।
গজারিয়া হাওয়ে পুলিশের ইনচার্জ মো. আবুল হাসেম বলেন, “ঈদের পর যাত্রীবাহী গাড়ি থেকে মালবোঝাই যানবাহন বেশি চলাচল এবং মেঘনা সেতুর ওপর দিয়ে ধীরগতিতে চার লেনের গাড়িগুলো দুই লেন হয়ে চলাচলের কারণে বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত যানজট থাকে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, “মহাসড়কে দাউদকান্দি মেঘনা-গোমতী সেতুতে স্কেলের কারণে হালকা যানজট থাকলেও গজারিয়া অংশে কী কারণে যানজট রয়েছে- তা আমার জানা নেই। “
আকাশ নিউজ ডেস্ক 




















