আকাশ জাতীয় ডেস্ক:
সংগঠনবিরোধী কার্যকালাপের জন্য সাবেক মহাসচিব ও প্রেসিডিয়াম মেম্বার মশিউর রহমান রাঙ্গাকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু।
বৃহস্পতিবার বিকালে জাতীয় পার্টি বনানী কার্যালয় সাংবাদিকদের তিনি একথা বলেন।
মসিউর রহমান রাঙ্গা গত এক বছর ধরে পার্লামেন্টসহ বিভিন্ন ফোরামে দলের স্বার্থবিরোধী কথা বলছেন জানিয়ে চুন্নু বলেন, দুই তিন মাস আগেও তিনি এমন পেক্ষাপট তৈরি করেছিলেন। তখনই আমরা ভেবেছিলাম বহিষ্কার করার ব্যাপারে। কিন্তু তখন তিনি চেয়ারম্যানের কাছে ক্ষমা এবং এবং দুঃখপ্রকাশ করে বলেছিলেন এধরনের কথা তিনি আর বলবেন না। যার কারণে সেসময় বহিষ্কার করা হয়নি।’
তাকে দলে ফিরিয়ে আনা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ‘চেয়ারম্যান ভালো মনে করলে আনতে পারেন। এটা কম্প্লিটলি তার বিষয়। সংগঠন বিরোধী কার্যকালাপের গঠন্তন্ত্রের ক্ষমতাবলে তাকে বহিষ্কার করেছেন। চেয়ারম্যান ভালো মনে করলে আনতে পারেন।’
দল ভাঙার সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের মহাসচিব বলেন, দল থেকে অনেক সময় অনেকে চলে যায়। কিন্তু পার্টি তো যায় না। অনেকে এরশাদ সাহেবের কাছ থেকে চলে গেছেন। আমিও ১৯৯৭ সালে বিএনপিতে গেছিলাম। আবার এক বছর পর এসেছি। এতে দল অচল হয়নি। লাঙ্গল তার এর জায়গায় আছে।’
জাতীয় পার্টি বিএনপির পকেটে ঢুকে গেছে বলে মন্তব্য করছেন রাঙ্গা। এ বিষয়ে চুন্নু বলেন, ‘উনি বোধহয় এ কারণে বলছেন যেই মুহূর্তে জিএম কাদের জাতীয় পার্টির চেয়ারম্যান দলের বক্তব্য পরিষ্কার করেছেন। যেই মুহূর্তে আমি এবং জিএম কাদের বলেছি, জাতীয় পার্টি কারো দালাল না। দালালি করবেও না, জাতীয় পার্টির একটা ঐতিহ্য আছে।
গত ৩২ বছর আওয়ামী লীগ ও বিএনপির দুই বড় দলের দুঃশাসনে, অন্যায়, টাকা পাচার ও দুর্নীতির কারণে মানুষ এখন জাতীয় পার্টিকে চায় বলে মন্তব্য করেন চুন্নু। বলেন, জাতীয় পার্টি সামনে এগিয়ে যাচ্ছে। কেউ কেউ বিঘ্ন ঘটাতে গেলে তা পারবে না। আমরা সঠিক লক্ষে এগিয়ে জাচ্ছি। আগামী নির্বাচনে আমরা ৩০০ আসনে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি। এবং নির্বাচনে জয়লাভ করে ক্ষমতায় যাওয়ার স্বপ্নও দেখছি।’
আকাশ নিউজ ডেস্ক 



















