আকাশ স্পোর্টস ডেস্ক:
চলতি এশিয়া কাপের ১৫তম আসরে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাকিস্তানি উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ান। সেই সুবাদে দলও ফাইনালে এক পা দিয়ে রেখেছে। এদিকে দারুণ পারফরম্যান্সের জন্য পুরস্কারও পেলেন রিজওয়ান। আইসিসির সদ্য প্রকাশিত টি-টোয়েন্টির ব্যাটারদের র্যাঙ্কিংয়ে সতীর্থ বাবর আজমকে হটিয়ে এক নম্বরে উঠে এসেছেন তিনি।
এক নম্বরে থাকা মোহাম্মদ রিজওয়ানের বর্তমান রেটিং পয়েন্ট ৮১৫। এশিয়া কাপে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪২ বলে ৪৩ করেন রিজওয়ান। ওই ম্যাচ হারলেও পরে হংকংইয়ের বিপক্ষে তিনি করেন ৫৭ বলে ৭৮ রান। সুপার ফোরে ভারতের বিপক্ষে ৫১ বলে করেন ম্যাচ জেতানো ৭১ রান। রিজওয়ানকে শীর্ষস্থানে নিয়ে যায় এই তিন ইনিংস।
ব্যাটসম্যানদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে উঠা তৃতীয় পাকিস্তানি ব্যাটার তিনি। এর আগে বাবর আজম ছাড়াও টি-টোয়েন্টিতে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে শীর্ষে ছিলেন দেশটির সাবেক অধিনায়ক মিসবাহ উল হক।
এদিকে রিজওয়ান শীর্ষস্থান দখল করায় দুইয়ে নেমে গেছেন পাকিস্তানি দলনেতা বাবর আজম। তার বর্তমান রেটিং ৭৯৫। তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম এবং চারে ভারতের হার্ডহিটার ব্যাটার সূর্যকুমার যাদব। এদিকে এশিয়া কাপে চমৎকার পারফরম্যান্স করে ব্যাটসম্যানদের তালিকায় এক ধাপ এগিয়ে ৮ নম্বরে পাথুম নিশানকা।
আকাশ নিউজ ডেস্ক 























