ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে বিএনপি : সালাহউদ্দিন ‘অনিবার্য কারণে’ জামায়াতসহ ১১ দলের আসন সমঝোতার সংবাদ সম্মেলন স্থগিত যে দল ইসরাইলের টাকায় চলে সেই দলে আমি থাকতে পারি না: রেজা কিবরিয়া নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না, সবাই সহযোগিতা করলে শান্তিপূর্ণভাবে হয়ে যাবে: স্বরাষ্ট্র উপদেষ্টা ‘সবাইকেই তো দেখলাম, এবার জামায়াতকে দেখব’,বক্তব্যের অন্তর্নিহিত গোমর ফাঁস করলেন হামিম গোপালগঞ্জে মা-বাবাকে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা, দুই ছেলে গ্রেফতার আইসিসির রিপোর্টই ভাবতে বাধ্য করেছে, যে ভারতে ঝুঁকি আছে: আসিফ নজরুল বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার মৃত্যু নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন মুহাম্মদ ইউনূস

শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধে ‘আরও ভালো হবে’, যে যুক্তি শিক্ষামন্ত্রীর

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষকরা সপ্তাহে দুদিন ছুটি পেলে বাকি পাঁচদিন এনার্জি নিয়ে কাজ করতে পারবেন এবং এতে শিক্ষার্থীদের আরও ভালো হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। শিক্ষার্থীদের পড়ালেখার কোনো ক্ষতি হবে না। যেহেতু জ্বালানি ও বৈশ্বিক সংকট চলছে তাই সাশ্রয়ের জন্য আমরা দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছি।’

দীপু মনি আরও বলেন, ‘অন্যান্য যে কর্মজীবী আছেন তারা সপ্তাহে দুদিন ছুটি পান। শিক্ষকরা সারা বছরে ৫১ দিন বেশি কাজ করেন। শিক্ষকরাও যদি সপ্তাহে দুদিন ছুটি পান তাহলে তারাও বিশ্রাম করে বাকি পাঁচদিন এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের আরও ভালো হবে।’

এর আগে শিক্ষামন্ত্রী জাতির পিতার সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সাধারণত দুই দিন সাপ্তাহিক ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটি এক দিন। এ জন্য বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের বেশির ভাগ বিদ্যালয়ে এক দিন সাপ্তাহিক ছুটি থাকে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজনৈতিক পরিবর্তনে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের সম্ভাবনা তৈরি হয়েছে : ড্যান মজিনা

শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধে ‘আরও ভালো হবে’, যে যুক্তি শিক্ষামন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৮:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষকরা সপ্তাহে দুদিন ছুটি পেলে বাকি পাঁচদিন এনার্জি নিয়ে কাজ করতে পারবেন এবং এতে শিক্ষার্থীদের আরও ভালো হবে বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

আজ মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠান দুদিন বন্ধ থাকলে শিক্ষার্থীদের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না। শিক্ষার্থীদের পড়ালেখার কোনো ক্ষতি হবে না। যেহেতু জ্বালানি ও বৈশ্বিক সংকট চলছে তাই সাশ্রয়ের জন্য আমরা দুদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছি।’

দীপু মনি আরও বলেন, ‘অন্যান্য যে কর্মজীবী আছেন তারা সপ্তাহে দুদিন ছুটি পান। শিক্ষকরা সারা বছরে ৫১ দিন বেশি কাজ করেন। শিক্ষকরাও যদি সপ্তাহে দুদিন ছুটি পান তাহলে তারাও বিশ্রাম করে বাকি পাঁচদিন এনার্জি নিয়ে কাজ করতে পারবেন। এতে শিক্ষার্থীদের আরও ভালো হবে।’

এর আগে শিক্ষামন্ত্রী জাতির পিতার সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. এ কিউ এম মাহবুব, পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল প্রমুখ।

উল্লেখ্য, দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এখন সাধারণত দুই দিন সাপ্তাহিক ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন। তবে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সাপ্তাহিক ছুটি এক দিন। এ জন্য বর্তমানে প্রাথমিক ও মাধ্যমিকের বেশির ভাগ বিদ্যালয়ে এক দিন সাপ্তাহিক ছুটি থাকে।