ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ৩০ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ প্রতারণা করে অর্থ আদায়, ৫১ হাজার সিমসহ ৫ চীনা নাগরিক গ্রেপ্তার সংসদে আর নৃত্যগীত হবে না, মানুষের উন্নয়নের কথা বলা হবে: সালাহউদ্দিন আলোচনার মাধ্যমে সমাধান খুঁজতে বাংলাদেশকে অনুরোধ আইসিসির, অনড় বিসিবি বিএনপি নেতার মৃত্যু, অভিযানে অংশ নেওয়া সব সেনা সদস্যকে প্রত্যাহার রাজধানীর তিন পয়েন্ট অবরোধের ঘোষণা সাত কলেজের শিক্ষার্থীদের জনগণের বিশ্বাস অর্জনের দায়িত্ব রাজনীতিবিদদেরই : আমীর খসরু আটকের পর ডাবলুর মৃত্যু, সেনাপ্রধানের হস্তক্ষেপ চান বিএনপি মহাসচিব পে স্কেল বাস্তবায়ন পে কমিশনের প্রতিবেদনের ওপর নির্ভর করছে :অর্থ উপদেষ্টা প্রবাসীদের সুসংবাদ দিলেন উপদেষ্টা আসিফ নজরুল

‘মেসিকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি’

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আর্জেন্টিনা দলের কাণ্ডারি লিওনেল মেসিকে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাতারে দাঁড় না করালেও তাকে সময়ের সেরা তারকা মানতে রাজি সবাই।

অনেকের মতে, একটি বিশ্বকাপ ঘরে তুললেই ম্যারাডোনার পাশে এসে দাঁড়াবেন মেসি। অবশ্য সাতবারের ব্যালন ডিঅরজয়ীকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খাতাতেই রাখা যায়।

নিজ দেশে মেসি এখন এ যুগের ম্যারাডোনা-ই। কারণ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপ ছিনিয়ে এনে দিয়েছেন মেসি। আর এ বছর করলেন ফিনালিসিমা জয়। সব মিলিয়ে মেসিবন্দনায় মগ্ন আলবিসেলেস্তেরা।

এবার সেই ধারাবাহিকতায় মেসির প্রতি নিজের আবেগ বর্ণনা করতে গিয়ে তাকে বিয়েই করতে চাইলেন সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার! তার নাম পিপো জরোসিত। ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন পিপো।

সম্প্রতি ইএসপিএনে স্পোর্টস সেন্টার নামের এক অনুষ্ঠানে এসে মেসিকে প্রশংসায় ভাসান পিপো।

আলাপচারিতার একপর্যায়ে পিপো বলেন, ‘ফুটবলে মেসিই আমার একমাত্র আদর্শ। তাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার জন্য সে হচ্ছে আদর্শ জামাতা, আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ বন্ধু। আমি তাকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি।’

এবারের ব্যালন ডিঅরের তালিকায় মেসির নাম না থাকার বিষয়ে কথা ওঠে। এর পেছনে ‘অন্য’কিছুর আভাস রয়েছে বলে মনে করছেন পিপো। তিনি বলেন, ‘এবার মনোনয়নের ক্ষেত্রে অনেকের স্বার্থ ভূমিকা রাখে। এটি অনেক কঠিন।’

১৯৯৩ সালে কোপা আমেরিকাজয়ী দলের মিডফিল্ডারের ভূমিকা পালন করেন পিপো। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়া লা প্লাতার কোচের দায়িত্ব পালন করছেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেছেন ৫৮ বছর বয়সি এ ফুটবলার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অবিলম্বে মার্কিন নাগরিকদের ইরান ত্যাগের নির্দেশ

‘মেসিকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি’

আপডেট সময় ০৭:৩৯:০২ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২

আকাশ স্পোর্টস ডেস্ক: 

আর্জেন্টিনা দলের কাণ্ডারি লিওনেল মেসিকে কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার কাতারে দাঁড় না করালেও তাকে সময়ের সেরা তারকা মানতে রাজি সবাই।

অনেকের মতে, একটি বিশ্বকাপ ঘরে তুললেই ম্যারাডোনার পাশে এসে দাঁড়াবেন মেসি। অবশ্য সাতবারের ব্যালন ডিঅরজয়ীকে বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের খাতাতেই রাখা যায়।

নিজ দেশে মেসি এখন এ যুগের ম্যারাডোনা-ই। কারণ ২৮ বছরের শিরোপা খরা ঘুচিয়ে আর্জেন্টিনার মানুষকে আনন্দের উপলক্ষ্য এনে দিয়েছেন তিনি।

গত বছর চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের মাঠ থেকে কোপা আমেরিকার শিরোপ ছিনিয়ে এনে দিয়েছেন মেসি। আর এ বছর করলেন ফিনালিসিমা জয়। সব মিলিয়ে মেসিবন্দনায় মগ্ন আলবিসেলেস্তেরা।

এবার সেই ধারাবাহিকতায় মেসির প্রতি নিজের আবেগ বর্ণনা করতে গিয়ে তাকে বিয়েই করতে চাইলেন সাবেক আর্জেন্টাইন তারকা ফুটবলার! তার নাম পিপো জরোসিত। ১৯৯৩ কোপা আমেরিকাজয়ী আর্জেন্টিনা দলের সদস্য ছিলেন পিপো।

সম্প্রতি ইএসপিএনে স্পোর্টস সেন্টার নামের এক অনুষ্ঠানে এসে মেসিকে প্রশংসায় ভাসান পিপো।

আলাপচারিতার একপর্যায়ে পিপো বলেন, ‘ফুটবলে মেসিই আমার একমাত্র আদর্শ। তাকে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার জন্য সে হচ্ছে আদর্শ জামাতা, আদর্শ ছেলে, আদর্শ ভাই, আদর্শ বন্ধু। আমি তাকে যে কোনো সময় বিয়ে করে ফেলতে পারি।’

এবারের ব্যালন ডিঅরের তালিকায় মেসির নাম না থাকার বিষয়ে কথা ওঠে। এর পেছনে ‘অন্য’কিছুর আভাস রয়েছে বলে মনে করছেন পিপো। তিনি বলেন, ‘এবার মনোনয়নের ক্ষেত্রে অনেকের স্বার্থ ভূমিকা রাখে। এটি অনেক কঠিন।’

১৯৯৩ সালে কোপা আমেরিকাজয়ী দলের মিডফিল্ডারের ভূমিকা পালন করেন পিপো। বর্তমানে আর্জেন্টাইন ক্লাব জিমনাসিয়া লা প্লাতার কোচের দায়িত্ব পালন করছেন। ১৯৮৯ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত আর্জেন্টিনার জার্সি গায়ে ১৯টি ম্যাচ খেলেছেন ৫৮ বছর বয়সি এ ফুটবলার।