আকাশ জাতীয় ডেস্ক:
১৪ বছর ধরে পলাতক থাকা হত্যা মামলার আসামি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলেন- মো. আবদুল জলিল ও তার স্ত্রী নাছিমা বেগম।
মঙ্গলবার ভোরে মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে এই দম্পতিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে রাজধানীর শাহআলী থানা পুলিশ।
শাহআলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ‘এই দম্পতি ২০০৮ সালের একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘ ১৪ বছরে ধরে পলাতক ছিলেন। মঙ্গলবার ভোরে তাদের মানিকগঞ্জের সিঙ্গাইর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
আকাশ নিউজ ডেস্ক 



















