ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬, ১৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাকিস্তানকে বিশ্বকাপে খেলার অনুমতি দেবে না সরকার সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ জনের মৃত্যুদণ্ড নির্বাচনে নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীকে নির্দেশ প্রধান উপদেষ্টার ‘লাইলাতুল গুজব’ শেষে বিসিবিতেই দেখা গেল বুলবুলকে ঢাকা-১৮ আসনে এনসিপি প্রার্থীর ওপর বিএনপির হামলার অভিযোগ বিএনপি সব সময় নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছে : রিজভী জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিয়ে অধ্যাদেশ জারি কীভাবে পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় বিএনপি জানে : তারেক রহমান গণভোট ও সংসদ নির্বাচনের সব পর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা হবে: সিইসি গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই

গণভবন ঘেরাও করার হুমকি দিলেন নীরব

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ঘণ্টার মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া নাহলে বাংলাদেশের যুবসমাজ গণভবন ঘেরাও করবে বলে হুমকি দিয়েছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সাইফুল আলম নীরব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে মজার মজার কথা বলেন। তার এই বক্তব্যকে বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়। আমরা দেখেছি এই সরকারের আমলে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তারাও বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। কিন্তু আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের নেত্রীর অপরাধ তিনি দুই কোটি টাকা আত্মসাতৎ করেছেন। এই অপরাধে খালেদা জিয়াকে দশ বছর সাজা দেওয়া হয়েছে। এই টাকা খালেদা জিয়া নেননি। টাকা ব্যাংকে আছে, সেখানে বৃদ্ধি হয়ে আট কোটি টাকা হয়েছে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি আদেশের মাধ্যমে দশ বছর সাজা দিয়েছে।

এ সময় দলীয় নেতাকর্মীদের গণভবন ঘেরাও করার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান যুবদল সভাপতি।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সহসভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ ও সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজীপুরে দুই সন্তানকে নিয়ে মায়ের ট্রেনের নিচে ঝাঁপ, তিনজনের মৃত্যু

গণভবন ঘেরাও করার হুমকি দিলেন নীরব

আপডেট সময় ১০:৫১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ২৪ঘণ্টার মধ্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া নাহলে বাংলাদেশের যুবসমাজ গণভবন ঘেরাও করবে বলে হুমকি দিয়েছেন যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই হুঁশিয়ারি দেন।

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়।

সাইফুল আলম নীরব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আর শেখ হাসিনা সাংবাদিক সম্মেলনে মজার মজার কথা বলেন। তার এই বক্তব্যকে বাংলাদেশের মানুষ ধিক্কার জানায়। আমরা দেখেছি এই সরকারের আমলে যারা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে তারাও বিদেশে গিয়ে চিকিৎসা করছেন। কিন্তু আমাদের নেত্রীকে চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। আমাদের নেত্রীর অপরাধ তিনি দুই কোটি টাকা আত্মসাতৎ করেছেন। এই অপরাধে খালেদা জিয়াকে দশ বছর সাজা দেওয়া হয়েছে। এই টাকা খালেদা জিয়া নেননি। টাকা ব্যাংকে আছে, সেখানে বৃদ্ধি হয়ে আট কোটি টাকা হয়েছে। তারপরও খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে ফরমায়েশি আদেশের মাধ্যমে দশ বছর সাজা দিয়েছে।

এ সময় দলীয় নেতাকর্মীদের গণভবন ঘেরাও করার প্রস্তুতি নেওয়ারও আহ্বান জানান যুবদল সভাপতি।

যুবদলের সভাপতি সাইফুল আলম নীরবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দীন টুকুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশে আরও বক্তব্য দেন, মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান, মহানগর দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান, যুবদলের সিনিয়র সহসভাপতি মোরতাজুল করিম বাদরু, সহসভাপতি আব্দুল খালেক, সাইফুল ইসলাম ফিরোজ ও সিনিয়র যুগ্ম-সম্পাদক নুরুল ইসলাম নয়ন।